Chokh Tor Chorabali Songtext
von Pankaj Udhas
Chokh Tor Chorabali Songtext
চোখ তার চোরাবালি, মন যে পাথর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
এখানে কখনো আসেনি ফাগুন
এখানে কখনো আসেনি ফাগুন
নেভেনি কখনো এখানে আগুন
এখানে আগুন
তীর নেই, পার নেই, এ কোন সাগর
তীর নেই, পার নেই, এ কোন সাগর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
মেলেছে পাখা অচেনা আকাশে
জানেনা কোথায় কী আছে শেষে
জানেনা কোথায় কী আছে শেষে
কী আছে শেষে
স্বপ্নের এর ছাই যার সিঁথির সিঁদুর
স্বপ্নের এর ছাই যার সিঁথির সিঁদুর
মরণের পায়ে তার জীবন-নূপুর
জীবন-নূপুর
বানে ডুবে গেছে সময়ের চর
বানে ডুবে গেছে সময়ের চর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
এখানে কখনো আসেনি ফাগুন
এখানে কখনো আসেনি ফাগুন
নেভেনি কখনো এখানে আগুন
এখানে আগুন
তীর নেই, পার নেই, এ কোন সাগর
তীর নেই, পার নেই, এ কোন সাগর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
মেলেছে পাখা অচেনা আকাশে
জানেনা কোথায় কী আছে শেষে
জানেনা কোথায় কী আছে শেষে
কী আছে শেষে
স্বপ্নের এর ছাই যার সিঁথির সিঁদুর
স্বপ্নের এর ছাই যার সিঁথির সিঁদুর
মরণের পায়ে তার জীবন-নূপুর
জীবন-নূপুর
বানে ডুবে গেছে সময়ের চর
বানে ডুবে গেছে সময়ের চর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
কবরের ওপরেতে যেন বাঁধা ঘর
ভালোবাসা যাকে করে গেছে পর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
চোখ তার চোরাবালি, মন যে পাথর
Writer(s): Mukul Dutta, Pankaj Udhas Lyrics powered by www.musixmatch.com