Tumi Esechile Jivane Amar Songtext
von Kumar Sanu
Tumi Esechile Jivane Amar Songtext
তুমি এসেছিলে
জীবনে আমার পথের ভুলে
তুমি এসেছিলে
জীবনে আমার পথের ভুলে
কি জানি কেমনে দেখা হলো
দেখা হলো
কি জানি কেমনে দেখা হলো
দু′টি স্রোতের কূলে
তুমি এসেছিলে
জীবনে আমার পথের ভুলে
তুমি এলে...
তুমি এলে যেন চিরসাথী হয়ে
শত জনমের পরিচয় লয়ে
তুমি এলে যেন চিরসাথী হয়ে
শত জনমের পরিচয় লয়ে
দু'টি মনবনে শত বসন্ত উঠিল দুলে
তুমি এসেছিলে
জীবনে আমার পথের ভুলে
দু′জনে একদা বেঁধেছি
বেঁধেছি যে ঘর মিলন রাতে
সহসা আজিকে ভেঙ্গে যাবে
সে কি ঝড়ের সাথে?
এই আশা...
এই আশা, এই ভালোবাসা তবে
সে কি ঝরা ফুল সম
ফেলে দিতে হবে?
এই আশা, এই ভালোবাসা তবে
সে কি ঝরা ফুল সম
ফেলে দিতে হবে?
চির তৃষা লয়ে রহিব কি?
রহিব কি মোরা নদীর কূলে?
তুমি এসেছিলে
জীবনে আমার পথের ভুলে
জীবনে আমার পথের ভুলে
তুমি এসেছিলে
জীবনে আমার পথের ভুলে
কি জানি কেমনে দেখা হলো
দেখা হলো
কি জানি কেমনে দেখা হলো
দু′টি স্রোতের কূলে
তুমি এসেছিলে
জীবনে আমার পথের ভুলে
তুমি এলে...
তুমি এলে যেন চিরসাথী হয়ে
শত জনমের পরিচয় লয়ে
তুমি এলে যেন চিরসাথী হয়ে
শত জনমের পরিচয় লয়ে
দু'টি মনবনে শত বসন্ত উঠিল দুলে
তুমি এসেছিলে
জীবনে আমার পথের ভুলে
দু′জনে একদা বেঁধেছি
বেঁধেছি যে ঘর মিলন রাতে
সহসা আজিকে ভেঙ্গে যাবে
সে কি ঝড়ের সাথে?
এই আশা...
এই আশা, এই ভালোবাসা তবে
সে কি ঝরা ফুল সম
ফেলে দিতে হবে?
এই আশা, এই ভালোবাসা তবে
সে কি ঝরা ফুল সম
ফেলে দিতে হবে?
চির তৃষা লয়ে রহিব কি?
রহিব কি মোরা নদীর কূলে?
তুমি এসেছিলে
জীবনে আমার পথের ভুলে
Writer(s): Kamal Dasgupta, Pranab Roy Lyrics powered by www.musixmatch.com