Prem Kise Hoy Songtext
von Asha Bhosle
Prem Kise Hoy Songtext
প্রেম কিসে হয় তা কেউ কি জানে ।২
কখনো চোখে চোখে কখনো ছবি এঁকে
কখনো মনে মনে কখনো কখনো আনমনে
প্রেম কিসে হয় তা কেউ কি জানে ।
বলো আগে থেকে ভেবে ভেবে
এ প্রেম করেছে ও মনের মতো
মন না হলে এ মন দিয়েছে
।দেখা শোনা ছোঁয়ার মাঝে সে আসে গোপনে।২
কখনো চোখে চোখে কখনো ছবি এঁকে
কখনো মনে মনে কখনো কখনো আনমনে ।
এ না না রঙের খেলা বোঝা যায় না
এ না না ঢেউয়ের মেলা ভোলা যায় না
।মনে মনে আসে এ যে মনের কওনে ।২
কখনো চোখে চোখে কখনো ছবি এঁকে
কখনো মনে মনে কখনো কখনো আনমনে ।
কখনো চোখে চোখে কখনো ছবি এঁকে
কখনো মনে মনে কখনো কখনো আনমনে
প্রেম কিসে হয় তা কেউ কি জানে ।
বলো আগে থেকে ভেবে ভেবে
এ প্রেম করেছে ও মনের মতো
মন না হলে এ মন দিয়েছে
।দেখা শোনা ছোঁয়ার মাঝে সে আসে গোপনে।২
কখনো চোখে চোখে কখনো ছবি এঁকে
কখনো মনে মনে কখনো কখনো আনমনে ।
এ না না রঙের খেলা বোঝা যায় না
এ না না ঢেউয়ের মেলা ভোলা যায় না
।মনে মনে আসে এ যে মনের কওনে ।২
কখনো চোখে চোখে কখনো ছবি এঁকে
কখনো মনে মনে কখনো কখনো আনমনে ।
Writer(s): Bappi Lahiri, Bibuhti Mukhopadhyay Lyrics powered by www.musixmatch.com