O Banshi Kano Haay Songtext
von Lata Mangeshkar
O Banshi Kano Haay Songtext
ও বাঁশি হায়
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
ও বাঁশি
কখনো আনন্দ ছিল
জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত
ফাগুনের গন্ধে
কখনো আনন্দ ছিল
জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত
ফাগুনের গন্ধে
সে গেল কোথায়
আমি বা কোথায়
যদি না জানা
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
ও বাঁশি
তমাল কদম্ব আমার
গোপিনী সখিনী
যমুনা উজান গেছে
আর তো দেখিনি
তমাল কদম্ব আমার
গোপিনী সখিনী
যমুনা উজান গেছে
আর তো দেখিনি
সবই যদি যায়
ধূলিতে মিলায়
তবু কেন হায়
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
ও বাঁশি
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
ও বাঁশি
কখনো আনন্দ ছিল
জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত
ফাগুনের গন্ধে
কখনো আনন্দ ছিল
জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত
ফাগুনের গন্ধে
সে গেল কোথায়
আমি বা কোথায়
যদি না জানা
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
ও বাঁশি
তমাল কদম্ব আমার
গোপিনী সখিনী
যমুনা উজান গেছে
আর তো দেখিনি
তমাল কদম্ব আমার
গোপিনী সখিনী
যমুনা উজান গেছে
আর তো দেখিনি
সবই যদি যায়
ধূলিতে মিলায়
তবু কেন হায়
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
আমারে কাঁদায়
কে গেছে হারায়ে
স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
ও বাঁশি
Writer(s): Salil Choudhury Lyrics powered by www.musixmatch.com