Bujhbe Na Keu Bujhbe Na Songtext
von Lata Mangeshkar
Bujhbe Na Keu Bujhbe Na Songtext
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
অন্ধ খনি অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
অন্ধ খনি অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
যদি এমন হতো যত বেদনা
বীজেরই মতন করে যেতো গো বোনা
যদি এমন হতো যত বেদনা
বীজেরই মতন করে যেতো গো বোনা
লালে লাল ফুলে ফুলে ধরে যেতো গান
দূর থেকে দেখেই তারে যেতো গো চেনা
খুঁজবে না, কেউ খুঁজবে না মনের গভীরতা
অন্ধ খনি অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
আমি তোমায় কোনো দোষ দেবো না
আমারই মতন চলো, তাও চাবো না
আমি তোমায় কোনো দোষ দেবো না
আমারই মতন চলো, তাও চাবো না
বোঝা না বোঝার আলো-ছায়া খেলনা
চেনা হয়ে চিরদিনই রবো অচেনা
মুছবে না, কেউ মুছবে না ভিজে চোখের পাতা
অন্ধ খনি অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
অন্ধ খনি অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
অন্ধ খনি অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
যদি এমন হতো যত বেদনা
বীজেরই মতন করে যেতো গো বোনা
যদি এমন হতো যত বেদনা
বীজেরই মতন করে যেতো গো বোনা
লালে লাল ফুলে ফুলে ধরে যেতো গান
দূর থেকে দেখেই তারে যেতো গো চেনা
খুঁজবে না, কেউ খুঁজবে না মনের গভীরতা
অন্ধ খনি অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
আমি তোমায় কোনো দোষ দেবো না
আমারই মতন চলো, তাও চাবো না
আমি তোমায় কোনো দোষ দেবো না
আমারই মতন চলো, তাও চাবো না
বোঝা না বোঝার আলো-ছায়া খেলনা
চেনা হয়ে চিরদিনই রবো অচেনা
মুছবে না, কেউ মুছবে না ভিজে চোখের পাতা
অন্ধ খনি অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
Writer(s): Salil Choudhury Lyrics powered by www.musixmatch.com