Mon Mantal sanjh Sakal Kano Songtext
von Mukesh
Mon Mantal sanjh Sakal Kano Songtext
মন মাতাল সাঝ সকাল
কেন শুধুই টানে
মন মাতাল সাঝ সকাল
কেন শুধুই টানে
স্নিগ্ধতায় স্বপ্নজাল মায়ায় কেন বাঁধে
মন মাতাল সাঝ সকাল
কেন শুধুই টানে
সব অচেনা লাগে মনে হয়
কি ছু চিনি না যে
কে আপন আর কে বা যে পর
মোর মন লাগে না কাজে
সব অচেনা লাগে মনে হয়
কি ছু চিনি না যে
কে আপন আর কে বা যে পর
মোর মন লাগে না কাজে
গীতি না প্রান বিনা কেন মিছে সাজে
মন মাতাল সাঝ সকাল
কেন শুধুই টানে
ভুলে যাওয়া ভুলে গেছে মন
কেন মনে রাখে
অস্তাচলের পথের পাখিকে
কেন যে পিছে ডাকে
ভুলে যাওয়া ভুলে গেছে মন
কেন মনে রাখে
অস্তাচলের পথের পাখিকে
কেন যে পিছে ডাকে
সান্তনা কিছু না
আমার প্রেমের ফাঁদে
মন মাতাল সাঝ সকাল
কেন শুধুই টানে
কেন শুধুই টানে
মন মাতাল সাঝ সকাল
কেন শুধুই টানে
স্নিগ্ধতায় স্বপ্নজাল মায়ায় কেন বাঁধে
মন মাতাল সাঝ সকাল
কেন শুধুই টানে
সব অচেনা লাগে মনে হয়
কি ছু চিনি না যে
কে আপন আর কে বা যে পর
মোর মন লাগে না কাজে
সব অচেনা লাগে মনে হয়
কি ছু চিনি না যে
কে আপন আর কে বা যে পর
মোর মন লাগে না কাজে
গীতি না প্রান বিনা কেন মিছে সাজে
মন মাতাল সাঝ সকাল
কেন শুধুই টানে
ভুলে যাওয়া ভুলে গেছে মন
কেন মনে রাখে
অস্তাচলের পথের পাখিকে
কেন যে পিছে ডাকে
ভুলে যাওয়া ভুলে গেছে মন
কেন মনে রাখে
অস্তাচলের পথের পাখিকে
কেন যে পিছে ডাকে
সান্তনা কিছু না
আমার প্রেমের ফাঁদে
মন মাতাল সাঝ সকাল
কেন শুধুই টানে
Writer(s): Salil Choudhury Lyrics powered by www.musixmatch.com