Mon Janala Khule De Na Songtext
von Kishore Kumar
Mon Janala Khule De Na Songtext
মন জানলা খুলে দে না
বাতাস লাগুক প্রাণে
শীতল শীতল পরের কথা
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
বাতাস লাগুক প্রাণে
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
হাতে বাঁশি থাকতে তবু বাজালি না কেন
সোনার হরিণ ধরতে গিয়ে হারালি যে কেন
হাতে বাঁশি থাকতে তবু বাজালি না কেন
সোনার হরিণ ধরতে গিয়ে হারালি যে কেন
ও তুই ভাঙলি দেউল
ও তুই ভাঙলি দেউল খুজতে গিয়ে ভগবানের মানে
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
তোর ও চুল বাঁধতে, বন্ধু, বয়ে গেল বেলা
এখন বসে কাঁদতে যখন ফিরে গেছে কালা
তোর ও চুল বাঁধতে, বন্ধু, বয়ে গেল বেলা
এখন বসে কাঁদতে যখন ফিরে গেছে কালা
ওরে দীনদারোগা
ওরে দীনদারোগা গেল চলে নালিশ না তোর শুনে
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
বাতাস লাগুক প্রাণে
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
বাতাস লাগুক প্রাণে
শীতল শীতল পরের কথা
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
বাতাস লাগুক প্রাণে
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
হাতে বাঁশি থাকতে তবু বাজালি না কেন
সোনার হরিণ ধরতে গিয়ে হারালি যে কেন
হাতে বাঁশি থাকতে তবু বাজালি না কেন
সোনার হরিণ ধরতে গিয়ে হারালি যে কেন
ও তুই ভাঙলি দেউল
ও তুই ভাঙলি দেউল খুজতে গিয়ে ভগবানের মানে
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
তোর ও চুল বাঁধতে, বন্ধু, বয়ে গেল বেলা
এখন বসে কাঁদতে যখন ফিরে গেছে কালা
তোর ও চুল বাঁধতে, বন্ধু, বয়ে গেল বেলা
এখন বসে কাঁদতে যখন ফিরে গেছে কালা
ওরে দীনদারোগা
ওরে দীনদারোগা গেল চলে নালিশ না তোর শুনে
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
বাতাস লাগুক প্রাণে
শীতল শীতল পরের কথা
আসুক, বন্ধু, কানে
আসুক, বন্ধু, কানে
মন জানলা খুলে দে না
Writer(s): Hemanta Mukherjee, Mukul Dutta Lyrics powered by www.musixmatch.com