Amar Moner Ae Mayur Mohole Songtext
von Kishore Kumar
Amar Moner Ae Mayur Mohole Songtext
এই আমার শহর, জানালা ও ঘর
শেওলা প্রাচীর জানে, কে আপন পর
বাতাসের স্বর, ঠিক তারপর
স্বপ্ন জড়িয়ে রাখে, প্রাচীর পাজর
আমার এ শহর
এ শহর বুকে, সুখে অসুখে
ধুসর হাপর জলে রোঁদ
পোড়া মুখে
বিকেলের ছাদে, কেও একা কাঁদে
কেও ভুলে জড়াবে, শহরের ফাঁদে
তুমি কি প্রাপক, অনাগত শোক
চিঠি হয়ে বিব্রম, নিওন আলোক
এ শহর জানে, কোনো আহ্বানে
নিজে কে নিজেই ভাঙ্গে, কেও অভিমানে
এ শহরের রোঁদ, রুপালি পারদ
অনাহত আততাই কিছু প্রতিশোধ
এ শহর জানে, রাত কানে কানে
জোছনায়, কবিতায়, তার আহ্বানে
বিকেলের ছাদে, কেও একা কাঁদে
কেও ভুলে জড়াবে, শহরের ফাঁদে
শেওলা প্রাচীর জানে, কে আপন পর
বাতাসের স্বর, ঠিক তারপর
স্বপ্ন জড়িয়ে রাখে, প্রাচীর পাজর
আমার এ শহর
এ শহর বুকে, সুখে অসুখে
ধুসর হাপর জলে রোঁদ
পোড়া মুখে
বিকেলের ছাদে, কেও একা কাঁদে
কেও ভুলে জড়াবে, শহরের ফাঁদে
তুমি কি প্রাপক, অনাগত শোক
চিঠি হয়ে বিব্রম, নিওন আলোক
এ শহর জানে, কোনো আহ্বানে
নিজে কে নিজেই ভাঙ্গে, কেও অভিমানে
এ শহরের রোঁদ, রুপালি পারদ
অনাহত আততাই কিছু প্রতিশোধ
এ শহর জানে, রাত কানে কানে
জোছনায়, কবিতায়, তার আহ্বানে
বিকেলের ছাদে, কেও একা কাঁদে
কেও ভুলে জড়াবে, শহরের ফাঁদে
Writer(s): Desai Kishore Kumar, Majumdar Gauri Prasna Lyrics powered by www.musixmatch.com