Aji Hridoy Amar Jay Bhese Songtext
von Srikanto Acharya
Aji Hridoy Amar Jay Bhese Songtext
হৃদয় আমার যায়, যায়, যায় যে ভেসে
আজি হৃদয় আমার
যার পায় নি দেখা তার উদ্দেশে ভেসে ভেসে
আজি হৃদয় আমার
বাঁধন ভোলে, হাওয়ায় দোলে
যায়, যায় সে বাদল মেঘের কোলে রে
বাদল মেঘের কোলে কোলে রে
বাদল মেঘের কোলে কোলে
কোন সে অসম্ভবের দেশে
হৃদয় আমার
সেথায় বিজন সাগরকূলে
শ্রাবণ ঘনায় শৈলমূলে
সেথায় বিজন সাগরকূলে
শ্রাবণ ঘনায় শৈলমূলে
রাজার পুরে তমাল গাছে
নূপুর, নূপুর শুনে ময়ূর নাচে রে
নূপুর শুনে ময়ূর নাচে রে
নূপুর শুনে ময়ূর নাচে
সুদূর তেপান্তরের শেষে
হৃদয় আমার যায়, যায়, যায় যে ভেসে
আজি হৃদয় আমার
যার পায় নি দেখা তার উদ্দেশে ভেসে ভেসে
আজি হৃদয় আমার
আজি হৃদয় আমার
যার পায় নি দেখা তার উদ্দেশে ভেসে ভেসে
আজি হৃদয় আমার
বাঁধন ভোলে, হাওয়ায় দোলে
যায়, যায় সে বাদল মেঘের কোলে রে
বাদল মেঘের কোলে কোলে রে
বাদল মেঘের কোলে কোলে
কোন সে অসম্ভবের দেশে
হৃদয় আমার
সেথায় বিজন সাগরকূলে
শ্রাবণ ঘনায় শৈলমূলে
সেথায় বিজন সাগরকূলে
শ্রাবণ ঘনায় শৈলমূলে
রাজার পুরে তমাল গাছে
নূপুর, নূপুর শুনে ময়ূর নাচে রে
নূপুর শুনে ময়ূর নাচে রে
নূপুর শুনে ময়ূর নাচে
সুদূর তেপান্তরের শেষে
হৃদয় আমার যায়, যায়, যায় যে ভেসে
আজি হৃদয় আমার
যার পায় নি দেখা তার উদ্দেশে ভেসে ভেসে
আজি হৃদয় আমার
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com