Songtexte.com Drucklogo

Nitya Tomar Je Phool Phote Songtext
von Suman Chatterjee

Nitya Tomar Je Phool Phote Songtext

নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
তারি মধু কেন মন-মধুপে খাওয়াও না
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে
তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে

বিশ্ব-কমল ফুটে চরণ চুম্বনে
সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে
বিশ্ব-কমল ফুটে চরণ চুম্বনে
সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে
আমার চিত্ত-কমলটিরে সেই রসে
কেন তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে


আকাশে ধায় রবি-তারা ইন্দুতে
তোমার বিরামহারা, নদীরা ধায় সিন্ধুতে
আকাশে ধায় রবি-তারা ইন্দুতে
তোমার বিরামহারা, নদীরা ধায় সিন্ধুতে
তেমনি করে সুধা-সাগর সন্ধানে
আমার জীবনধারা নিত্য কেন ধাওয়াও না
পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ
তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ
পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ
তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ
তেমনি করে আমার হৃদয় ভিক্ষুরে
কেন দ্বারে তোমার নিত্য-প্রসাদ পাওয়াও না
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
তারি মধু কেন মন-মধুপে খাওয়াও না
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Suman Chatterjee

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»Nitya Tomar Je Phool Phote« gefällt bisher niemandem.