Oi Je Sabuj Banobithika Songtext
von Salil Chowdhury
Oi Je Sabuj Banobithika Songtext
ঐ যে সবুজ বনবীথিকা
দূর দিগন্তের সীমানায়,
ছোট্ট নদীটির ওই বাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
ঐ যে সবুজ বনবীথিকা
দূর দিগন্তের সীমানায়,
ছোট্ট নদীটির ওই বাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
নীল পাহাড় নিত্য তার
অঙ্গনেতে ছায় ছায়া,
রঙ্গনের ফুল কিছু
তার প্রাঙ্গনে ছড়ায় মায়া।
নীল পাহাড় নিত্য তার
অঙ্গনেতে ছায় ছায়া,
রঙ্গনের ফুল কিছু
তার প্রাঙ্গনে ছড়ায় মায়া।
ভোরবেলায় তার ঘুম যে ভাঙায় মল্লিকা।
ছোট্ট পাখিটি চন্দনা,
নিত্য গাহে তার বন্দনা,
ওই যে কাশের বন, তার ফাঁকে
মোর প্রিয় হোথায় থাকে।
তালতমাল অন্তরাল
রাখছে তার বনসজ্জাতে,
বনমরাল চমকে চায়
তার চলন দেখে লজ্জাতে।
তালতমাল অন্তরাল
রাখছে তার বনসজ্জাতে,
বনমরাল চমকে চায়
তার চলন দেখে লজ্জাতে।
চারপ্রহর জাগে নিত্য রাতে চন্দ্রিকা।
সবই আছে, শুধু আমি নাই,
সেই সুরে বাজে সানাই,
আজও অলি আসে মোর ডাকে,
মোর প্রিয় যেথায় থাকে।
দূর দিগন্তের সীমানায়,
ছোট্ট নদীটির ওই বাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
ঐ যে সবুজ বনবীথিকা
দূর দিগন্তের সীমানায়,
ছোট্ট নদীটির ওই বাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
নীল পাহাড় নিত্য তার
অঙ্গনেতে ছায় ছায়া,
রঙ্গনের ফুল কিছু
তার প্রাঙ্গনে ছড়ায় মায়া।
নীল পাহাড় নিত্য তার
অঙ্গনেতে ছায় ছায়া,
রঙ্গনের ফুল কিছু
তার প্রাঙ্গনে ছড়ায় মায়া।
ভোরবেলায় তার ঘুম যে ভাঙায় মল্লিকা।
ছোট্ট পাখিটি চন্দনা,
নিত্য গাহে তার বন্দনা,
ওই যে কাশের বন, তার ফাঁকে
মোর প্রিয় হোথায় থাকে।
তালতমাল অন্তরাল
রাখছে তার বনসজ্জাতে,
বনমরাল চমকে চায়
তার চলন দেখে লজ্জাতে।
তালতমাল অন্তরাল
রাখছে তার বনসজ্জাতে,
বনমরাল চমকে চায়
তার চলন দেখে লজ্জাতে।
চারপ্রহর জাগে নিত্য রাতে চন্দ্রিকা।
সবই আছে, শুধু আমি নাই,
সেই সুরে বাজে সানাই,
আজও অলি আসে মোর ডাকে,
মোর প্রিয় যেথায় থাকে।
Writer(s): Salil Choudhury Lyrics powered by www.musixmatch.com