Songtexte.com Drucklogo

Taba Mukut Songtext
von Chandrabindoo

Taba Mukut Songtext

তব মুকুট পড়িল পদতলে হায়, একি দশা
Eggroll-এ আজ শুধুই পেঁয়াজ, নাই শশা
তব মুকুট পড়িল পদতলে হায়, একি দশা

রোদ্দুর নামে বাগানে
বৃক্ষ তবুও বেমানান
Dramatic statue খানখান, বাকি কোথা গেছে কে জানে
তাই রোদ্দুর একা বাগানে

আপেল হয়েছে সেজানে এবং জ্ঞানবৃক্ষটি খালি
ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে আর ঘড়ি নিয়ে গেছে দালি
কেন্দ্রে যে ছিল সোনালি বেন্দ্রে, রাজ্যে রক্ষে কালি
Culture-কাকু দিনে নান-চাকু রাত্রে কর্মখালি


Rock-এ বসা
তব মুকুট পড়িল পদতলে হায়, একি দশা
Brilliant ছেলে central jail-এ মারে মশা
তব মুকুট পড়িল পদতলে
তব মুকুট পড়িল পদতলে
তব মুকুট পড়িল পদতলে হায়, একি দশা

দাদা, নড়েন, চড়েন, যাবেন foreign শীঘ্র
প্রেমে পড়বেন শ্বেত ললনার, বিয়ে করবেন নিগ্রো
দাদা দুগ্ধ খাবেন, মারতে যাবেন শার্দূল
নিজের জন্যে শহিদ বেদি, বউ এর জন্য হার-দুল

গুলি ভেঙ্গে দিলো খুলি
Cross ছিঁড়ে দিল কালু
মাংস খেয়েছে ওই batch, তুমি শুধু ঝোল আলু

এ শৌচাগার আপনার, তাই সাফ রাখবেন আপনি
পরিয়ে রেখেছি কৌপীন, daily coat-pant-এর মাপ নিই
বউনি হয়নি দিনমান, তবু খুচরো চাইছে বৌদি
একলা কুকুর পায়ে পায়ে এলে, মৃদু octave-এ "ভৌঁ" দিই


ল্যাজ নেড়ো
তব মুকুট পড়িল পদতলে হায়, একি গেঁড়ো
Eggroll-এ আজ শুধুই পেঁয়াজ, নাই শশা
তব মুকুট পড়িল পদতলে
তব মুকুট পড়িল পদতলে
তব মুকুট পড়িল পদতলে হায়, একি দশা

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Taba Mukut« gefällt bisher niemandem.