Ja Re Ja Amar Ashar Songtext
von Salil Chowdhury
Ja Re Ja Amar Ashar Songtext
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
সোনার তরি বেয়ে আবার আসে যদি, সে আসে যদি
সজনি, কত না দিন কত নিশি জাগিয়া নয়ন আমার
সজনি, কত না দিন কত নিশি জাগিয়া নয়ন আমার
স্বপন সাজায়ে শুধু ঝরেছে আবার
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
সোনার তরি বেয়ে আবার আসে যদি, সে আসে যদি
সজনি, জানি জানি কোনোদিন দখিনা বাতাসে তার
সজনি, জানি জানি কোনোদিন দখিনা বাতাসে তার
এ ঘুম ভাঙিয়া যাবে, আসিবে আবার
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
সোনার তরি বেয়ে আবার আসে যদি, সে আসে যদি
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
সোনার তরি বেয়ে আবার আসে যদি, সে আসে যদি
সজনি, কত না দিন কত নিশি জাগিয়া নয়ন আমার
সজনি, কত না দিন কত নিশি জাগিয়া নয়ন আমার
স্বপন সাজায়ে শুধু ঝরেছে আবার
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
সোনার তরি বেয়ে আবার আসে যদি, সে আসে যদি
সজনি, জানি জানি কোনোদিন দখিনা বাতাসে তার
সজনি, জানি জানি কোনোদিন দখিনা বাতাসে তার
এ ঘুম ভাঙিয়া যাবে, আসিবে আবার
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
যা রে যা আমার আশার কূল ভেসে যা
এই মন-যমুনায় কানায় কানায় ভরা নদীতে
সোনার তরি বেয়ে আবার আসে যদি, সে আসে যদি
Writer(s): Salil Choudhury Lyrics powered by www.musixmatch.com