Tomare Bhuliya Aponare Songtext
von Kumar Sanu
Tomare Bhuliya Aponare Songtext
তোমারে ভুলিয়া আপনারে ছিনু ভুলে
তোমারে ভুলিয়া আপনারে ছিনু ভুলে
তুমি এসে হায় জাগালে আমায়
স্মৃতির দুয়ার খুলে
আপনারে ছিনু ভুলে
শুধু আলেয়ার পিছে পিছে
আমি ঘুরিয়া মরেছি মিছে
আলেয়ার পিছে পিছে
আমি ঘুরিয়া মরেছি মিছে
সহসা কখন ভাঙ্গিল স্বপন
হৃদয় উঠিল দুলে
আপনারে ছিনু ভুলে
এ জীবনে হায় যত সঞ্চয়
কিবা আছে তার দাম?
ওগো, নিরুপমা এ জীবনে
যদি তোমারে নাহি পেলাম
এ জীবনে হায় যত সঞ্চয়
কিবা আছে তার দাম?
ওগো, নিরুপমা এ জীবনে
যদি তোমারে নাহি পেলাম
মোর কাঙাল হৃদয় জাগি কাঁদে
তোমারই পরশ লাগি
কাঙাল হৃদয় জাগি কাঁদে
তোমারই পরশ লাগি
শুকতারা হয়ে
শুকতারা হয়ে নিয়ে যাও মোরে
শুকতারা হয়ে নিয়ে যাও মোরে
নব প্রভাতের তুলে
তোমারে ভুলিয়া আপনারে ছিনু ভুলে
তুমি এসে হায় জাগালে আমায়
স্মৃতির দুয়ার খুলে
আপনারে ছিনু ভুলে
শুধু আলেয়ার পিছে পিছে
আমি ঘুরিয়া মরেছি মিছে
আলেয়ার পিছে পিছে
আমি ঘুরিয়া মরেছি মিছে
সহসা কখন ভাঙ্গিল স্বপন
হৃদয় উঠিল দুলে
আপনারে ছিনু ভুলে
এ জীবনে হায় যত সঞ্চয়
কিবা আছে তার দাম?
ওগো, নিরুপমা এ জীবনে
যদি তোমারে নাহি পেলাম
এ জীবনে হায় যত সঞ্চয়
কিবা আছে তার দাম?
ওগো, নিরুপমা এ জীবনে
যদি তোমারে নাহি পেলাম
মোর কাঙাল হৃদয় জাগি কাঁদে
তোমারই পরশ লাগি
কাঙাল হৃদয় জাগি কাঁদে
তোমারই পরশ লাগি
শুকতারা হয়ে
শুকতারা হয়ে নিয়ে যাও মোরে
শুকতারা হয়ে নিয়ে যাও মোরে
নব প্রভাতের তুলে
Writer(s): Pranab Roy, Robin Chatterjee Lyrics powered by www.musixmatch.com