Prithibi Amare Chai Songtext
von Kumar Sanu
Prithibi Amare Chai Songtext
পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়
ভালোবাসি তাই মনে জাগে এত ভয়
প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়
ভালোবাসি তাই মনে জাগে এত ভয়
চাঁদ ডুবে যাবে
ফুল ঝরে যাবে
মধুরাতি হবে ভোর
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
সবার মনে দীপালি জ্বালাতে
যে দীপ আপনি জ্বলে
কেন আজ তারে ঢেকে রাখো বলো
তোমার আঁচল তলে
শোনো না কি ওই আজ দিকে দিকে হায়
কত বঁধু কাঁদে, কাঁদে কত অসহায়
শোনো না কি ওই আজ দিকে দিকে হায়
কত বঁধু কাঁদে, কাঁদে কত অসহায়
পথ ছেড়ে দাও
নয় সাথে চলো
মুছে নাও আঁখি মোর
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়
ভালোবাসি তাই মনে জাগে এত ভয়
প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়
ভালোবাসি তাই মনে জাগে এত ভয়
চাঁদ ডুবে যাবে
ফুল ঝরে যাবে
মধুরাতি হবে ভোর
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
সবার মনে দীপালি জ্বালাতে
যে দীপ আপনি জ্বলে
কেন আজ তারে ঢেকে রাখো বলো
তোমার আঁচল তলে
শোনো না কি ওই আজ দিকে দিকে হায়
কত বঁধু কাঁদে, কাঁদে কত অসহায়
শোনো না কি ওই আজ দিকে দিকে হায়
কত বঁধু কাঁদে, কাঁদে কত অসহায়
পথ ছেড়ে দাও
নয় সাথে চলো
মুছে নাও আঁখি মোর
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়
খুলে দাও, প্রিয়া, খুলে দাও বাহুডোর
Writer(s): Kamal Dasgupta, Mohini Chowdhury Lyrics powered by www.musixmatch.com