Madhur Amar Mayer Hasi Songtext
von Kumar Sanu
Madhur Amar Mayer Hasi Songtext
মা, মা, মাগো
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে
তার মায়ায় ভরা সজল রীতি
সে কি কভু হারায়
সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেইকো তুলনা
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে
তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে
আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্তকমল ফোটে
তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে
আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্তকমল ফোটে
প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুখের ঘরে?
সেই যে আমার মা
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেইকো তুলনা
নেইকো তুলনা
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে
তার মায়ায় ভরা সজল রীতি
সে কি কভু হারায়
সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেইকো তুলনা
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে
তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে
আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্তকমল ফোটে
তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে
আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্তকমল ফোটে
প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুখের ঘরে?
সেই যে আমার মা
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেইকো তুলনা
নেইকো তুলনা
Writer(s): Pranab Roy, Sudhirlal Chakraborty Lyrics powered by www.musixmatch.com