Kotodin Dekhini Tomay Songtext
von Kumar Sanu
Kotodin Dekhini Tomay Songtext
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম
আজ তবু ছায়া পড়ে রানী
কতদিন,কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে,জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন,কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী।
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী।
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন,কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম
আজ তবু ছায়া পড়ে রানী
কতদিন,কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে,জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন,কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী।
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী।
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন,কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কতদিন দেখিনি তোমায়
Writer(s): Kamal Dasgupta, Prabir Mazumder Lyrics powered by www.musixmatch.com