Jakhan Rabo Na Ami Songtext
von Kumar Sanu
Jakhan Rabo Na Ami Songtext
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
আমার মালার ফুলে
ধুলা যদি লাগে ভুলে
আমার মালার ফুলে
ধুলা যদি লাগে ভুলে
গানের কুসুমগুলি
হবে না তো কভু ম্লান
গানের কুসুমগুলি
হবে না তো কভু ম্লান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
মোর জীবনের যত ভুল
তুমি ভুলে যেও সেই দিন
জীবনের যত ভুল
নিভে যাক নিশি ভোরে
যেদিন হলো মলিন
নিভে যাক নিশি ভোরে
যেদিন হলো মলিন
গানে গানে পরিচয়
সুন্দরতর হয়
গানে গানে পরিচয়
সুন্দরতর হয়
সেই স্মৃতি হবে মোর
বিদায় বেলার দান
সেই স্মৃতি হবে মোর
বিদায় বেলার দান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
আমার মালার ফুলে
ধুলা যদি লাগে ভুলে
আমার মালার ফুলে
ধুলা যদি লাগে ভুলে
গানের কুসুমগুলি
হবে না তো কভু ম্লান
গানের কুসুমগুলি
হবে না তো কভু ম্লান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
মোর জীবনের যত ভুল
তুমি ভুলে যেও সেই দিন
জীবনের যত ভুল
নিভে যাক নিশি ভোরে
যেদিন হলো মলিন
নিভে যাক নিশি ভোরে
যেদিন হলো মলিন
গানে গানে পরিচয়
সুন্দরতর হয়
গানে গানে পরিচয়
সুন্দরতর হয়
সেই স্মৃতি হবে মোর
বিদায় বেলার দান
সেই স্মৃতি হবে মোর
বিদায় বেলার দান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
যখন রবো না আমি
দিন হলে অবসান
আমারে ভুলিয়া যেও
মনে রেখো মোর গান
Writer(s): Raichand Boral, Pranab Roy Lyrics powered by www.musixmatch.com