Ei Kigo Sesh Dan Songtext
von Kumar Sanu
Ei Kigo Sesh Dan Songtext
এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
মোর আরও কথা
আরও কথা ছিল বাকি
আরও প্রেম, আরও গান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
ক্ষণিকের মালাখানি
তবে কেন দিয়েছিলে আনি
ক্ষণিকের মালা খানি
তবে কেন দিয়েছিলে আনি
কেন হয়েছিল শুরু
হবে যদি অবসান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
যে পথে গিয়াছ তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে
বসন্ত চলে যায়
যে পথে গিয়াছ তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে
বসন্ত চলে যায়
হারানো দিনের লাগি
প্রেম তবু রহে জাগি
হারানো দিনের লাগি
প্রেম তবু রহে জাগি
নয়নে দুলিয়া ওঠে
হৃদয়ের অভিমান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
মোর আরও কথা
আরও কথা ছিল বাকি
আরও প্রেম, আরও গান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
ক্ষণিকের মালাখানি
তবে কেন দিয়েছিলে আনি
ক্ষণিকের মালা খানি
তবে কেন দিয়েছিলে আনি
কেন হয়েছিল শুরু
হবে যদি অবসান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
যে পথে গিয়াছ তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে
বসন্ত চলে যায়
যে পথে গিয়াছ তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে
বসন্ত চলে যায়
হারানো দিনের লাগি
প্রেম তবু রহে জাগি
হারানো দিনের লাগি
প্রেম তবু রহে জাগি
নয়নে দুলিয়া ওঠে
হৃদয়ের অভিমান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
Writer(s): Kamal Dasgupta, Pranab Roy Lyrics powered by www.musixmatch.com