Bhalobasa More Bhikari Koreche Songtext
von Kumar Sanu
Bhalobasa More Bhikari Koreche Songtext
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
ফেলে দেওয়া মালাখানি
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা, সে ব্যথা আমার কেহ বোঝে নাই
নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা, সে ব্যথা আমার কেহ বোঝে নাই
মেঘের মরমে যে মিনতি কাঁদে
চাঁদ বুঝিবে না জানি, জানি
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
মাধবীলতা গো, মাধবীলতা
আজ তুমি আছো ফুলের স্বপনসুখে
মাধবীলতা গো, মাধবীলতা
আজ তুমি আছো ফুলের স্বপনসুখে
একদিন যবে ফুল ঝরে যাবে
লুটাবে, লুটাবে ধুলির বুকে
হেঁয়ালি প্রেমের খেলা বোঝা দায়
কখনো হাসায়, কখনো কাঁদায়
মূক হয়ে যায় কারো মুখরতা
কারো মুখে জাগে বাণী, বাণী
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
তোমারে করেছে রাণী
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
ফেলে দেওয়া মালাখানি
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা, সে ব্যথা আমার কেহ বোঝে নাই
নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা, সে ব্যথা আমার কেহ বোঝে নাই
মেঘের মরমে যে মিনতি কাঁদে
চাঁদ বুঝিবে না জানি, জানি
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
মাধবীলতা গো, মাধবীলতা
আজ তুমি আছো ফুলের স্বপনসুখে
মাধবীলতা গো, মাধবীলতা
আজ তুমি আছো ফুলের স্বপনসুখে
একদিন যবে ফুল ঝরে যাবে
লুটাবে, লুটাবে ধুলির বুকে
হেঁয়ালি প্রেমের খেলা বোঝা দায়
কখনো হাসায়, কখনো কাঁদায়
মূক হয়ে যায় কারো মুখরতা
কারো মুখে জাগে বাণী, বাণী
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
Writer(s): Kamal Dasgupta, Mohini Chowdhury Lyrics powered by www.musixmatch.com