Ami Nei Songtext
von Hridoy Khan
Ami Nei Songtext
চলে যাও সুসময় অবেলায়
পিছু ডেকো না আবার
ভুলে যত অবহেলার তোমায়
হো...
চলে যাবো কেন ভাবো আমি তোমার
আসবো না বাসবো না ভাল তো আর
চলে যাবো শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনদিনই
এ অভিমান তো নয়, নয় বিষাদ, এ নয় অভিযোগ
এ আমার, মন ভাঙা, অনুরাগের অনুযোগ
চলে যাও সুসময় অবেলায়
পিছু ডেকোনা আবার
ভুলে যত অবহেলার তোমায়
হো...
চলে যাবো কেন ভাবো আমি তোমার
আসবো না বাসবো না ভাল তো আর
চলে যাবো শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনদিনই
বিষাদ এই হাসিতে, বাসি ফুল, সাজায়ে রেখে
কতো আর, এ ভাবে, অযথা যাবে দেখে
চলে যাও সুসময় অবেলায়
পিছু ডেকোনা আবার
ভুলে যত অবহেলা তোমার
হো...
চলে যাবো কেন ভাবো আমি তোমার
আসবো না বাসবো না ভাল তো আর
চলে যাবো শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনদিন
চলে যাবো কেন ভাবো আমি তোমার
আসবো না বাসবো না ভাল তো আর
চলে যাবো শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনদিনই
পিছু ডেকো না আবার
ভুলে যত অবহেলার তোমায়
হো...
চলে যাবো কেন ভাবো আমি তোমার
আসবো না বাসবো না ভাল তো আর
চলে যাবো শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনদিনই
এ অভিমান তো নয়, নয় বিষাদ, এ নয় অভিযোগ
এ আমার, মন ভাঙা, অনুরাগের অনুযোগ
চলে যাও সুসময় অবেলায়
পিছু ডেকোনা আবার
ভুলে যত অবহেলার তোমায়
হো...
চলে যাবো কেন ভাবো আমি তোমার
আসবো না বাসবো না ভাল তো আর
চলে যাবো শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনদিনই
বিষাদ এই হাসিতে, বাসি ফুল, সাজায়ে রেখে
কতো আর, এ ভাবে, অযথা যাবে দেখে
চলে যাও সুসময় অবেলায়
পিছু ডেকোনা আবার
ভুলে যত অবহেলা তোমার
হো...
চলে যাবো কেন ভাবো আমি তোমার
আসবো না বাসবো না ভাল তো আর
চলে যাবো শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনদিন
চলে যাবো কেন ভাবো আমি তোমার
আসবো না বাসবো না ভাল তো আর
চলে যাবো শুধু ভাবো আমি নেই
বাসবো না ভালো তো আর কোনদিনই
Writer(s): Goonjohn Rahman Lyrics powered by www.musixmatch.com