Songtexte.com Drucklogo

Abuj Valobasha Songtext
von Hridoy Khan

Abuj Valobasha Songtext

তুমি যদি আমাকে
কাছে এসে ভালোবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তোমায় বোঝাবো
ভালো আর লাগে না
এত কেন মায়া
যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না
তুমি যদি আমাকে
কাছে এসে ভালোবাসো


না জানি কবে সে সময় আসবে
আমাকে ধরে কাঁদবে
হো... দুঃখের পিছনে যত সুখ আছে
একদিন রঙ দেখাবে
কতদিন আর এভাবে
বোঝাবো তোমাকে
সহে না এ বাঁধন দোটানা
ভালো আর লাগে না
এত কেন মায়া
যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না
তুমি যদি আমাকে
কাছে এসে ভালোবাসো

When you come close to me and love me
Don′t know what happens to my heart
How'll I explain you?
Just tell me, "I Love You"

আজ আমি বলবো যে তোমাকেই চাই
কখনও যদি না পাই
হো শেষ হয়ে যাবে এ জীবনেরই সাধ
এ ভেবে লাগে শুধু ভয়
যতদিন প্রাণ আছে
আমি রবো যে কাছে
তোমাকে কথা দিলাম
ভালো আর লাগে না
এত কেন মায়া
যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না


তুমি যদি আমাকে
কাছে এসে ভালোবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তোমায় বোঝাবো
ভালো আর লাগে না
এত কেন মায়া
যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না
ভালো আর লাগে না
এত কেন মায়া
যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Hridoy Khan

Fans

»Abuj Valobasha« gefällt bisher niemandem.