29 Th October Songtext
von Fossils
29 Th October Songtext
আজ ২৯শে অক্টোবর
এখন রাত পৌনে বারোটা
আমায় এই রাতে ঠিক এই সময়ে
গ্রেপ্তার করেছিল কেউ বা কারা
ছেঁড়ো ক্যালেন্ডারের ফিকে পাতাটায়
লেখা tragic hero-র শোকগাথাটা
স্থান কাল পাত্রের প্রতিক্রিয়ার রাতে
আজ মুক্ত প্রতিশোধের ইশারা
প্রায় মুখস্থ তিনটে নোংরা দেয়াল
স্তব্ধ কাজকর্মের জমাট হিমালয়
আমার পুড়িয়ে দিয়েছে সব শুদ্ধতা
আমার ভুলিয়ে দিয়েছে সব মুগ্ধতা
আমি যে কবে শিকল ভেঙেছি
আমি যে কবে রক্তে রেঙেছি
আর মনে নেই আমার
প্রয়োজনও নেই মনে রাখার
ওহো, আমি যে কবে শিকল ভেঙেছি
আমি যে কবে রক্তে রেঙেছি
আর মনে নেই আমার
প্রয়োজনও নেই মনে রাখার
আমি দেখেছি শত্রুকে নিরস্ত্র
অস্বাভাবিক ভীত সন্ত্রস্ত
কারণ ভীষণ করাল এক অস্ত্রের
উদ্বোধন মন্ত্র পাঠ করেছি
জেনো ভেঙেছে সহনশীল সে গন্ডি
আজ দ্বিখণ্ডিত হবে শিখণ্ডী
আর নরকের জ্বলন্ত পাকদণ্ডীকে
আমি প্রধান রাস্তাঘাট করেছি
আমি রেখেছি ভোরগুলো অবিন্যস্ত
প্রতিরাতের ক্ষত ঢাকতে ব্যস্ত
কারণ জীবনের প্রায় সব রাত্রেই
আমি দারুণ দুঃস্বপ্ন দেখেছি
মুখ বুজে সহ্য করে যে যন্ত্রণা
তাকে দাও statutory মন্ত্রণা
কারণ অনেক যন্ত্রণা ও ত্যাগ স্বীকারকে
বোকা ব্যর্থতা বনে যেতে দেখেছি
আর মনে নেই আমার
আমি যে কবে শিকল ভেঙেছি
কবে রক্তে রেঙেছি
প্রয়োজনও নেই মনে রাখার
আমি যে কবে শিকল ভেঙেছি
কবে রক্তে রেঙেছি
আর মনে নেই আমার
আমি যে কবে শিকল ভেঙেছি
কবে রক্তে রেঙেছি
প্রয়োজনও নেই মনে রাখার
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি
আমি যে
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি
আমি যে
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি
আমি যে
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি
আমি যে
(আজ ২৯শে অক্টোবর)
(এখন রাত পৌনে বারোটা)
(আজ ২৯শে অক্টোবর)
(এখন রাত)
এখন রাত পৌনে বারোটা
আমায় এই রাতে ঠিক এই সময়ে
গ্রেপ্তার করেছিল কেউ বা কারা
ছেঁড়ো ক্যালেন্ডারের ফিকে পাতাটায়
লেখা tragic hero-র শোকগাথাটা
স্থান কাল পাত্রের প্রতিক্রিয়ার রাতে
আজ মুক্ত প্রতিশোধের ইশারা
প্রায় মুখস্থ তিনটে নোংরা দেয়াল
স্তব্ধ কাজকর্মের জমাট হিমালয়
আমার পুড়িয়ে দিয়েছে সব শুদ্ধতা
আমার ভুলিয়ে দিয়েছে সব মুগ্ধতা
আমি যে কবে শিকল ভেঙেছি
আমি যে কবে রক্তে রেঙেছি
আর মনে নেই আমার
প্রয়োজনও নেই মনে রাখার
ওহো, আমি যে কবে শিকল ভেঙেছি
আমি যে কবে রক্তে রেঙেছি
আর মনে নেই আমার
প্রয়োজনও নেই মনে রাখার
আমি দেখেছি শত্রুকে নিরস্ত্র
অস্বাভাবিক ভীত সন্ত্রস্ত
কারণ ভীষণ করাল এক অস্ত্রের
উদ্বোধন মন্ত্র পাঠ করেছি
জেনো ভেঙেছে সহনশীল সে গন্ডি
আজ দ্বিখণ্ডিত হবে শিখণ্ডী
আর নরকের জ্বলন্ত পাকদণ্ডীকে
আমি প্রধান রাস্তাঘাট করেছি
আমি রেখেছি ভোরগুলো অবিন্যস্ত
প্রতিরাতের ক্ষত ঢাকতে ব্যস্ত
কারণ জীবনের প্রায় সব রাত্রেই
আমি দারুণ দুঃস্বপ্ন দেখেছি
মুখ বুজে সহ্য করে যে যন্ত্রণা
তাকে দাও statutory মন্ত্রণা
কারণ অনেক যন্ত্রণা ও ত্যাগ স্বীকারকে
বোকা ব্যর্থতা বনে যেতে দেখেছি
আর মনে নেই আমার
আমি যে কবে শিকল ভেঙেছি
কবে রক্তে রেঙেছি
প্রয়োজনও নেই মনে রাখার
আমি যে কবে শিকল ভেঙেছি
কবে রক্তে রেঙেছি
আর মনে নেই আমার
আমি যে কবে শিকল ভেঙেছি
কবে রক্তে রেঙেছি
প্রয়োজনও নেই মনে রাখার
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি
আমি যে
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি
আমি যে
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি
আমি যে
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি আমি
আমি আমি আমি আমি
আমি যে
(আজ ২৯শে অক্টোবর)
(এখন রাত পৌনে বারোটা)
(আজ ২৯শে অক্টোবর)
(এখন রাত)
Writer(s): Rupam Islam Lyrics powered by www.musixmatch.com