Maa Songtext
von Fossils
Maa Songtext
তুমি তোমারই ধরারই মাঝে মোরে পাঠালে আপন কাজে
তুমি তোমারই ধরারই মাঝে মোরে পাঠালে আপন কাজে
আমি খেলা করি পথে, ফিরি পথ হতে আঁধার জীবন সাঁঝে
আমি দাঁড়ায়ে ছিলাম তাই ভীত, নীরব, অপরাধীসম
শুধালে জবাব নাই
আমি দাঁড়ায়ে ছিলাম তাই ভীত, নীরব, অপরাধীসম
শুধালে জবাব নাই
মা, তোর স্নেহের শাসনে, ক্ষমার আদরে
মা, তোর স্নেহের শাসনে, ক্ষমার আদরে
হৃদয় গিয়েছে গলে
ও মা, এই যে নিয়েছো কোলে
ও মা, এই যে নিয়েছো কোলে
ও মা, এই যে নিয়েছো
আগে খুব করে মোরে মেরে, ধরে
আগে খুব করে মোরে মেরে, ধরে
শেষে "আয়, যাদু বাছা" বলে
ও মা, ও মা
তুমি তোমারই ধরারই মাঝে মোরে পাঠালে আপন কাজে
আমি খেলা করি পথে, ফিরি পথ হতে আঁধার জীবন সাঁঝে
আমি দাঁড়ায়ে ছিলাম তাই ভীত, নীরব, অপরাধীসম
শুধালে জবাব নাই
আমি দাঁড়ায়ে ছিলাম তাই ভীত, নীরব, অপরাধীসম
শুধালে জবাব নাই
মা, তোর স্নেহের শাসনে, ক্ষমার আদরে
মা, তোর স্নেহের শাসনে, ক্ষমার আদরে
হৃদয় গিয়েছে গলে
ও মা, এই যে নিয়েছো কোলে
ও মা, এই যে নিয়েছো কোলে
ও মা, এই যে নিয়েছো
আগে খুব করে মোরে মেরে, ধরে
আগে খুব করে মোরে মেরে, ধরে
শেষে "আয়, যাদু বাছা" বলে
ও মা, ও মা
Writer(s): Fossils Lyrics powered by www.musixmatch.com