Mrityu Songtext
von Fossils
Mrityu Songtext
আমার
বেলা বয়ে যায়
খেলা হয়ে যায়
ক্রমে প্রাচীন
জীবন
যেন বলে যায়
বলে চলে যায়
ফুরোচ্ছে দিন
জমে
কত চেনা অচেনা
ফাঁকা সমবেদনা
অর্থহীন
মুখর
আজে বাজে কাহিনী
বাজে রাগ ও রাগিণী
তা ধিনধিন
প্রাচীন ঋণ
গা ঘিনঘিন
কাজে লাগবে না কোনও কিছুই
ইচ্ছে ঝাড়বংশ নেবে পিছু
দেহ যন্ত্র স্তব্ধ হলে ভবে
সমাধিস্থ হবে মহাশিশু
আমার
যত মাথা ঝিমঝিম
শহুরে ঘোড়ার ডিম
নেয় বিদায়
নিয়ম
ট্রেডমিল আর জিম
পূর্ব পশ্চিম
গুলিয়ে যায়
সকাল
খায় তিনটে ওষুধ
যত আসল আর সুদ
যোগ হয়
তবু
কেউ বলবে কী উপায়
যদি হঠাৎ করে হায়
জটিল রোগ হয়
ভাইরাস চাষ আমার সমাধিতে
নিউট্রিশন ছড়িয়ে দেব ফ্রি-তে
হাড় মাংসে পচন এলে তবেই
প্রকৃতিস্থ হবে মহাশিশু
হ্যাঁ, বিদীর্ণ হচ্ছি
আরও জীর্ণ হচ্ছি
আয়ুর অভাবে
না, তবু চাই না যেতে
ফেলে যেতে চাই না
তোমায় এভাবে
হ্যাঁ, বিদীর্ণ হচ্ছি
আরও জীর্ণ হচ্ছি
আয়ুর অভাবে
না, তবু চাই না যেতে
ফেলে যেতে চাই না
তোমায় এভাবে
তবু চলে যাব,
মিশে যাব তোমার স্বভাবে
আর থেকে যাব
আমার
জীবন
নিয়ম
সকাল
হ্যাঁ
বেলা বয়ে যায়
খেলা হয়ে যায়
ক্রমে প্রাচীন
জীবন
যেন বলে যায়
বলে চলে যায়
ফুরোচ্ছে দিন
জমে
কত চেনা অচেনা
ফাঁকা সমবেদনা
অর্থহীন
মুখর
আজে বাজে কাহিনী
বাজে রাগ ও রাগিণী
তা ধিনধিন
প্রাচীন ঋণ
গা ঘিনঘিন
কাজে লাগবে না কোনও কিছুই
ইচ্ছে ঝাড়বংশ নেবে পিছু
দেহ যন্ত্র স্তব্ধ হলে ভবে
সমাধিস্থ হবে মহাশিশু
আমার
যত মাথা ঝিমঝিম
শহুরে ঘোড়ার ডিম
নেয় বিদায়
নিয়ম
ট্রেডমিল আর জিম
পূর্ব পশ্চিম
গুলিয়ে যায়
সকাল
খায় তিনটে ওষুধ
যত আসল আর সুদ
যোগ হয়
তবু
কেউ বলবে কী উপায়
যদি হঠাৎ করে হায়
জটিল রোগ হয়
ভাইরাস চাষ আমার সমাধিতে
নিউট্রিশন ছড়িয়ে দেব ফ্রি-তে
হাড় মাংসে পচন এলে তবেই
প্রকৃতিস্থ হবে মহাশিশু
হ্যাঁ, বিদীর্ণ হচ্ছি
আরও জীর্ণ হচ্ছি
আয়ুর অভাবে
না, তবু চাই না যেতে
ফেলে যেতে চাই না
তোমায় এভাবে
হ্যাঁ, বিদীর্ণ হচ্ছি
আরও জীর্ণ হচ্ছি
আয়ুর অভাবে
না, তবু চাই না যেতে
ফেলে যেতে চাই না
তোমায় এভাবে
তবু চলে যাব,
মিশে যাব তোমার স্বভাবে
আর থেকে যাব
আমার
জীবন
নিয়ম
সকাল
হ্যাঁ
Writer(s): RUPAM ISLAM Lyrics powered by www.musixmatch.com