Songtexte.com Drucklogo

Kam Sarse Songtext
von Bhoomi

Kam Sarse Songtext

ফটিক নামের পোলা একখান বাঁশি সে বাজায়
বাপের আদেশ পালন কইরা বাজারে সে যায়
আলু পটল ঝিঙ্গা দেইখাও ফটিক না তাকায়
লেডিকেনি হজম কইরা, ফাকা হাড়ি সে বাজায়
কাম সারসে কাম সারসে
কাম সারসে কাম সারসে

সাতার কাইটা ঘুইরা ফিরা ফটিক বাসায় যায়
রাগি বাপের মেজাজ দেইখা আখি না তাকায়
এঘর ওঘর চৌকি তলায় কোনখানে লুকায়
বাপের হাতে ছড়ি কেলেঙ্কারি রইল কি উপায়
কাম সারসে কাম সারসে
কাম সারসে কাম সারসে

ফটিক পালায় বাধের ওপারে হাতে লইয়া প্রাণ
সুজন কাকার আছে সেইখান চায়েরই দোকান
কাকা ভালো তবে করেন ফ্যাসাদেরই গান
বড়দা আমার এই দোকানেই লেড়ি বিস্কুট খান
কাম সারসে কাম সারসে
কাম সারসে কাম সারসে


ফটিক এখন বাশি নিয়া হাটে করে গান
সিকি টাকা আটআনাও লোকে করে দান
তাতে আলু হইল পটল হইল, হইল ল্যাজাখান
দিনের বাজার রাতে আইল মা মামার বাড়ি যান
কাম সারসে কাম সারসে
কাম সারসে কাম সারসে

বড় হইয়া ফটিক যখন ঘরে আনে বউ
বছর খানেক থাইকা গিন্নী করে মিউমিউ
লটারিতে ফটিক যখন হাজার টাকা পায়
শাড়ী চুড়ি কিইন্যা গিন্নী বাপের বাড়ি যায়
কাম সারসে কাম সারসে
কাম সারসে কাম সারসে
কাম সারসে কাম সারসে
কাম সারসে কাম সারসে

হরি বোল, হরি বোল
হরি বোল, হরি বোল
হরি বোল, হরি বোল
হরি বোল, হরি বোল
হরি বোল, হরি বোল
হরি বোল, হরি বোল
হরি বোল, হরি বোল

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Kam Sarse« gefällt bisher niemandem.