Songtexte.com Drucklogo

Rangila Re Songtext
von Bhoomi

Rangila Re Songtext

দাদা রে তোর পায়ের নিচে পোকামাকড় যায় পিষে
তুই বলিস, "ভাবলে এত বেঁচে থাকা দায়"
দাদা রে তোর পায়ের নিচে পোকামাকড় যায় পিষে
তুই বলিস, "ভাবলে এত বেঁচে থাকা দায়"

ওরে রঙিলা রে
তোর রঙ্গ দেখি আমি দু′চোখ ভরে
আমি রাত জেগে, রাত জেগে রই
আমি নিজের মতো রই
আমি রাত জেগে, রাত জেগে রই
আমি নিজের মতো রই
রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি
রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই

পিপীলিকার পাল ছোটে নিজের বোঝা বুকে ধরে
দাদা রে, তুই কেন ওদের আগুন লাগাস গায়ে?
পিপীলিকার পাল ছোটে নিজের বোঝা বুকে ধরে
দাদা রে, তুই কেন ওদের আগুন লাগাস গায়ে?


ও রঙিলা রে
তোর রঙ্গ দেখি আমি দু'চোখ ভরে
আমি রাত জেগে, রাত জেগে রই
আমি নিজের মতো রই
আমি রাত জেগে, রাত জেগে রই
আমি নিজের মতো রই
রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি
রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই

ধিকি ধিকি জ্বলে জীবন, এক পলকে ফুরাবে সব
কিসের তোর এই লড়াই, দাদা, কিছুই বুঝি না
ধিকি ধিকি জ্বলে জীবন, এক পলকে ফুরাবে সব
কিসের তোর এই লড়াই, দাদা, কিছুই বুঝি না

ও রঙিলা রে
তোর রঙ্গ দেখি আমি দু′চোখ ভরে
আমি রাত জেগে, রাত জেগে রই
আমি নিজের মতো রই
আমি রাত জেগে, রাত জেগে রই
আমি নিজের মতো রই
রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি
রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি
রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি
রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই

From the core of the Earth and the rhythm of our hearts
From the winding river and it's slow breeze
In the shadow of Your love and the miles of smiles You give us
You give us life, You give us birth
And when we return, we only had a dream of the Earth

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song ist nicht von Robbie Williams?

Fans

»Rangila Re« gefällt bisher niemandem.