Akashe Meteche Songtext
von Bhoomi
Akashe Meteche Songtext
আকাশে মেতেছে আজ রঙ
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
বাতাসে উড়েছে কত গান
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
আজও আমি বসে আছি গো
আজও আমি বসে আছি গো
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
তোর ঐ চুড়ির ঝিলমিলিতে
কাজল চোখের চাহনিতে
তোর ঐ চুড়ির ঝিলমিলিতে
কাজল চোখের চাহনিতে
ভেসে যেতে চায় উড়ু মন
আরে, ভেসে যেতে চায় উড়ু মন
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
তোর আনচান আনচান অস্থিরেতে
ফিসফিসিয়ে সব কথাতে
আনচান আনচান অস্থিরেতে
ফিসফিসিয়ে সব কথাতে
বুঝি আমরা বুঝি সবই
কে যে তোর সজনী রে
কে যে তোর সজনী রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
ভেসে যেতে চায় উড়ু মন
ভেসে যেতে চায় উড়ু মন
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
বাতাসে উড়েছে কত গান
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
আজও আমি বসে আছি গো
আজও আমি বসে আছি গো
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
তোর ঐ চুড়ির ঝিলমিলিতে
কাজল চোখের চাহনিতে
তোর ঐ চুড়ির ঝিলমিলিতে
কাজল চোখের চাহনিতে
ভেসে যেতে চায় উড়ু মন
আরে, ভেসে যেতে চায় উড়ু মন
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
তোর আনচান আনচান অস্থিরেতে
ফিসফিসিয়ে সব কথাতে
আনচান আনচান অস্থিরেতে
ফিসফিসিয়ে সব কথাতে
বুঝি আমরা বুঝি সবই
কে যে তোর সজনী রে
কে যে তোর সজনী রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
ভেসে যেতে চায় উড়ু মন
ভেসে যেতে চায় উড়ু মন
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
Writer(s): Surojit Chatterjee, Robin Lai, Abhijit Ghosh, Soumitro Ray, Hemanto Goswami Lyrics powered by www.musixmatch.com