Songtexte.com Drucklogo

Thakbo Tomar Sathe Songtext
von Anjan Dutt

Thakbo Tomar Sathe Songtext

রাতের অন্ধকার রাস্তায় আবার
জ্বলে উঠছে ঘরের আলো
কেউ কাঁদছে কোথাও, কেউ বাঁধছে একটা ঘর
চাইছে বাসতে ভালো

আমার ক্লান্ত শরীর নিয়ে আমি অধীর
নেই রাস্তা ঘরে ফেরার
তবু আসবো তোমার কাছে আমি যেদিন
আসবে শুধুই অন্ধকার

আমরা চলি, আমরা খাই
আমরা ভেসে বেড়াই
আমরা বলি কত কথা অযথা
আমরা পরি, আমরা খুলি
আমরা চোখে পড়ে ঠুলি
কত কিছু আর দেখতে চাই না

আমার বিভ্রান্ত মন যখন তখন
করে ফেলেছে তোমাকে অস্বীকার
তবু থাকবো তোমার সাথে আমি যেদিন
থাকবে শুধুই অন্ধকার


একটা গোলাপের কুড়ি
আমি পকেটে পুরি
আমার শরীর হয়ে ওঠে আনচান
আমার চাওয়া, চাওয়ার ব্যথা
আমার ভেতরে অযথা
ফুলে-ফেঁপে আবার হয়ে যায় ম্লান

আমার রাগ, দুঃখ, ভয় নিয়ে আমি অসহায়
করি কত কিছুকেই ছারখার
তবু থাকবো তোমায় পাশে আমি যেদিন
থাকবে শুধুই অন্ধকার

আমার খরচা, আমার দাম
আমার শরীরের ঘাম
আমার শরীরেই যায় শুকিয়ে
কত বন্ধুত্বের হাত করে দিয়ে নস্যাৎ
কত কান্না কাঁদি আমি লুকিয়ে

আমার ওঠা, আমার পড়া, নিয়ে হাজার বোঝাপড়া
দেখি সকাল আসে আবার আমার
তাই থাকবো তোমার কাছে আমি যেদিন
থাকবে শুধুই অন্ধকার

কত লোভ, কত লাভ
কত আড়ি, কত ভাব
রয়েছি এখনো রাস্তায়
কত জানলা হলো বন্ধ
কত তাল, কত ছন্দ
দিয়ে দিলাম কতকিছুই সস্তায়


আমার কুড়িয়ে পাওয়া গান, আমার মান-সম্মান
টিকে থাকবে না কিছুই তো আর
শুধু থাকবো তোমার পাশে আমি যেদিন
থাকবে শুধুই অন্ধকার

একটা জাহাজ বহুদূর
একটা নীল সমুদ্দুর
বুকে নিয়ে চলেছি সময়
থেমে গেলে নিঃশ্বাস
ফেলে দিতে হবে তাস
খেলা ছেড়ে উঠে চলে যেতে হয়

থাকবে না পড়ে কোনোকিছুই, জানি
শুধু হয়তো আমার গিটার
আর থাকবো তোমার সাথে আমি যেদিন
থাকবে শুধুই অন্ধকার

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Thakbo Tomar Sathe« gefällt bisher niemandem.