Darjeeling-r Rastay Songtext
von Anjan Dutt
Darjeeling-r Rastay Songtext
ভেজা ভেজা কুয়াশায় রেলিং খাদের ধারে
ছোট্ট ছেলের দল লাল সোয়েটার গায়
ইশকুল ব্যাগ নিয়ে ইশকুলে যাবে না
কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়
হঠাৎ কুয়াশা, হঠাৎ কাঞ্চনজঙ্ঘা
ডাকছে তাদের, আয়, ছুটে আয়
সহজেই খাদ বেয়ে নেমে যাওয়া যাচ্ছে
কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়
ছুটে গিয়ে উঠে পরা যাচ্ছে রেলগাড়ি
ঝুলে ঝুলে চলে যাওয়া যাচ্ছে বাতাসিয়া
পাহাড়ি ঝর্ণাটা ঘিরে লুকোচুরি
হঠাৎ বৃষ্টি, ভিজে যায় লাল সোয়েটার
সারি সারি পাইন গাছের শুকনো পাতা
আছে একটা কাঠি আর একটা ভিজে দেশলাই
ছিঁড়ে নিয়ে দু′টো অংকের খাতার পাতা
জ্বলবে আগুন, ঠিকই জ্বলবে, ভাই
লাল সোয়েটার স্যাঁতস্যাঁতে রয়ে যাবে গায়ে
ব্যাগের ভেতর স্যাঁতস্যাঁতে বই-খাতা
তবু মনের ভেতরে ঝলমলে রোদ্দুর নিয়ে
আজ কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়
গায়ের সোয়েটার শুকিয়ে যাবে গায়ে
জ্বর এসে যাবে ঠিক ঠিক ভোর বেলায়
আরও একদিন ইশকুল যেতে হবে না
কেটে যাবে দিনটা দার্জিলিং এর রাস্তায়
আরও একদিন সেই দার্জিলিং এর রাস্তায়
ছোট্ট ছেলের দল লাল সোয়েটার গায়
ইশকুল ব্যাগ নিয়ে ইশকুলে যাবে না
কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়
হঠাৎ কুয়াশা, হঠাৎ কাঞ্চনজঙ্ঘা
ডাকছে তাদের, আয়, ছুটে আয়
সহজেই খাদ বেয়ে নেমে যাওয়া যাচ্ছে
কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়
ছুটে গিয়ে উঠে পরা যাচ্ছে রেলগাড়ি
ঝুলে ঝুলে চলে যাওয়া যাচ্ছে বাতাসিয়া
পাহাড়ি ঝর্ণাটা ঘিরে লুকোচুরি
হঠাৎ বৃষ্টি, ভিজে যায় লাল সোয়েটার
সারি সারি পাইন গাছের শুকনো পাতা
আছে একটা কাঠি আর একটা ভিজে দেশলাই
ছিঁড়ে নিয়ে দু′টো অংকের খাতার পাতা
জ্বলবে আগুন, ঠিকই জ্বলবে, ভাই
লাল সোয়েটার স্যাঁতস্যাঁতে রয়ে যাবে গায়ে
ব্যাগের ভেতর স্যাঁতস্যাঁতে বই-খাতা
তবু মনের ভেতরে ঝলমলে রোদ্দুর নিয়ে
আজ কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়
গায়ের সোয়েটার শুকিয়ে যাবে গায়ে
জ্বর এসে যাবে ঠিক ঠিক ভোর বেলায়
আরও একদিন ইশকুল যেতে হবে না
কেটে যাবে দিনটা দার্জিলিং এর রাস্তায়
আরও একদিন সেই দার্জিলিং এর রাস্তায়
Writer(s): Anjan Dutta Lyrics powered by www.musixmatch.com