Somoy (Eka Ki Hridoy) Songtext
von Warfaze
Somoy (Eka Ki Hridoy) Songtext
একাকী হৃদয়ে থাকবে আর কতকাল?
ছন্নছাড়া অভিমান
নিরালায় একাকী শুনবো আর কতকাল?
অন্ধকারের কলতান
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলী বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
দুঃস্বপ্নের দিন থমকে যে যায়
শুধু অবিরাম সময় বয়ে যায়
কতো বিষাদে, কতো বিরহে
কতো প্রহর কেটে গেছে
বোবা সময়ের মৃদু পরশে
সব যন্ত্রণা মুছে গেছে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
নিঃসঙ্গ প্রাসাদে লিখবো আর কতকাল?
দীর্ঘশ্বাসের কবিতা
মেঘ ঢাকা আকাশে আঁকবো আর কতকাল?
রঙহীন ধূসর জলছবি
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলী বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
ছন্নছাড়া অভিমান
নিরালায় একাকী শুনবো আর কতকাল?
অন্ধকারের কলতান
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলী বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
দুঃস্বপ্নের দিন থমকে যে যায়
শুধু অবিরাম সময় বয়ে যায়
কতো বিষাদে, কতো বিরহে
কতো প্রহর কেটে গেছে
বোবা সময়ের মৃদু পরশে
সব যন্ত্রণা মুছে গেছে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
নিঃসঙ্গ প্রাসাদে লিখবো আর কতকাল?
দীর্ঘশ্বাসের কবিতা
মেঘ ঢাকা আকাশে আঁকবো আর কতকাল?
রঙহীন ধূসর জলছবি
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলী বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
Lyrics powered by www.musixmatch.com