Shadhikar Songtext
von Warfaze
Shadhikar Songtext
তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের নির্যাস
কণ্টকে পা বাড়ায় কিসেরই হতাশায়
তুমি কি দিয়েছো তোমার ওই সাথিদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানো না আকাশের তারারা
নিভে গেলে একে এক, সবই আঁধার তিমির
তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের নির্যাস
কণ্টকে পা বাড়ায় কিসেরই হতাশায়
তুমি কি দিয়েছো তোমার ওই সাথিদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানো না আকাশের তারারা
নিভে গেলে একে এক, সবই আঁধার তিমির
আমরা তো দেখতে চাই ভোরের সূর্য লাল
রাত পেরিয়ে আসা ধৈর্যের সুর
বহুদূর পথ এখনও পড়ে আছে
জমা হওয়া বিষণ্নতা ভেঙ্গে সামনে
সীমানা দেখা যায়, নতুন আশা জাগায়
হতাশা মুছে যায় নতুন সূচনায়
তুমি কি দিয়েছো তোমার ওই সাথিদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের নির্যাস
কণ্টকে পা বাড়ায় কিসেরই হতাশায়
তুমি কি দিয়েছো তোমার ওই সাথিদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানো না আকাশের তারারা
নিভে গেলে একে এক, সবই আঁধার তিমির
তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের নির্যাস
কণ্টকে পা বাড়ায় কিসেরই হতাশায়
তুমি কি দিয়েছো তোমার ওই সাথিদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানো না আকাশের তারারা
নিভে গেলে একে এক, সবই আঁধার তিমির
আমরা তো দেখতে চাই ভোরের সূর্য লাল
রাত পেরিয়ে আসা ধৈর্যের সুর
বহুদূর পথ এখনও পড়ে আছে
জমা হওয়া বিষণ্নতা ভেঙ্গে সামনে
সীমানা দেখা যায়, নতুন আশা জাগায়
হতাশা মুছে যায় নতুন সূচনায়
তুমি কি দিয়েছো তোমার ওই সাথিদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
Writer(s): Warfaze Warfaze Lyrics powered by www.musixmatch.com