Kangalpana Songtext
von Suman Chattopadhyay
Kangalpana Songtext
এক ফালি মেঘ, এক ফোঁটা জল
রংধনুকের একটি কণা
একটি নিমেষ ধরতে চেয়ে
আমার এমন কাঙালপনা
একটি ঘাসের একটু সবুজ
একটু মাটি রং মিশিয়ে
দু′চোখ দিয়ে আঁকছি ছবি
স্বপ্ন দেখছি তোমায় নিয়ে
এক মুঠো চাল, জল ভেজা রং
আঁকবে তুমি যে আলপনা
তারই নকশাগুলোর জন্য
আমার এমন কাঙালপনা
এক ফালি মেঘ, এক ফোঁটা জল
রংধনুকের একটি কণা
একটি নিমেষ ধরতে চেয়ে
আমার এমন কাঙালপনা
একটি দিনের একটি বিকেল
একটি ছাদের একটি কোণে
একটি কিশোর আকাশটাকে
মাখছে গায়ে, মাখছে মনে
এ দৃশ্যটাই দেখতে দেখতে
সময় যখন অন্যমনা
সেই সময়ের শরিক হতে
আমার এমন কাঙালপনা
একটি বিকেল শেষ হলো যেই
একটি তারা উঠলো জ্বলে
হয়তো তোমার জানলা খোলা
সেই তারাটাই দেখবে বলে
তোমার চোখের আলোকবর্ষ
করবে যখন গান রচনা
তখন তোমার রাত্রি ছুঁতে
আমার গানের কাঙালপনা
তোমার চোখের আলোকবর্ষ
করবে যখন গান রচনা
তখন তোমার রাত্রি ছুঁতে
আমার গানের কাঙালপনা
রংধনুকের একটি কণা
একটি নিমেষ ধরতে চেয়ে
আমার এমন কাঙালপনা
একটি ঘাসের একটু সবুজ
একটু মাটি রং মিশিয়ে
দু′চোখ দিয়ে আঁকছি ছবি
স্বপ্ন দেখছি তোমায় নিয়ে
এক মুঠো চাল, জল ভেজা রং
আঁকবে তুমি যে আলপনা
তারই নকশাগুলোর জন্য
আমার এমন কাঙালপনা
এক ফালি মেঘ, এক ফোঁটা জল
রংধনুকের একটি কণা
একটি নিমেষ ধরতে চেয়ে
আমার এমন কাঙালপনা
একটি দিনের একটি বিকেল
একটি ছাদের একটি কোণে
একটি কিশোর আকাশটাকে
মাখছে গায়ে, মাখছে মনে
এ দৃশ্যটাই দেখতে দেখতে
সময় যখন অন্যমনা
সেই সময়ের শরিক হতে
আমার এমন কাঙালপনা
একটি বিকেল শেষ হলো যেই
একটি তারা উঠলো জ্বলে
হয়তো তোমার জানলা খোলা
সেই তারাটাই দেখবে বলে
তোমার চোখের আলোকবর্ষ
করবে যখন গান রচনা
তখন তোমার রাত্রি ছুঁতে
আমার গানের কাঙালপনা
তোমার চোখের আলোকবর্ষ
করবে যখন গান রচনা
তখন তোমার রাত্রি ছুঁতে
আমার গানের কাঙালপনা
Writer(s): Suman Chattopadhyay Lyrics powered by www.musixmatch.com