Shadinotar Prantory Songtext
von Shunno
Shadinotar Prantory Songtext
সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা কৃত্রিমতা
মিথ্যে প্রলোভনের মাঝে
বেঁচে থাকা...
জীবনের চলাচলে
হারিয়ে যেয়েও নিজেকে খোঁজা
নির্বাক চিৎকার দিয়ে জেগে ওঠা...
ছিঁড়ে দাও এই শিকল
যাব আমি নতুন মিছিলে
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে...
ভেঙে ফেল
এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
প্রতিবন্ধী সময়ের সাথে
লড়তে এসেছি আবার
আলোর প্রতিবিম্বে ভেসে উঠে
মিথ্যের অনুবাদ
নির্লিপ্ত মানুষের মাঝে আজ
রণাঙ্গনের রুদ্রতা
সময়ের আহ্বানে আগামীর স্রোতে
ভেসে যাওয়া...
ছিঁড়ে দাও এই শিকল
যাব আমি নতুন মিছিলে
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে...
ভেঙে ফেল
এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
চারিদিকে ধূসর আর্তনাদে ঘেরা প্রহর
আঁধারের কীটের মত একই বৃত্তে আবর্তন
ছিঁড়ে দাও এই শিকল
যাব আমি নতুন মিছিলে...
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে...
ভেঙে ফেল...
এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
Lyrics Provided By @SShanto33
মিথ্যে প্রলোভনের মাঝে
বেঁচে থাকা...
জীবনের চলাচলে
হারিয়ে যেয়েও নিজেকে খোঁজা
নির্বাক চিৎকার দিয়ে জেগে ওঠা...
ছিঁড়ে দাও এই শিকল
যাব আমি নতুন মিছিলে
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে...
ভেঙে ফেল
এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
প্রতিবন্ধী সময়ের সাথে
লড়তে এসেছি আবার
আলোর প্রতিবিম্বে ভেসে উঠে
মিথ্যের অনুবাদ
নির্লিপ্ত মানুষের মাঝে আজ
রণাঙ্গনের রুদ্রতা
সময়ের আহ্বানে আগামীর স্রোতে
ভেসে যাওয়া...
ছিঁড়ে দাও এই শিকল
যাব আমি নতুন মিছিলে
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে...
ভেঙে ফেল
এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
চারিদিকে ধূসর আর্তনাদে ঘেরা প্রহর
আঁধারের কীটের মত একই বৃত্তে আবর্তন
ছিঁড়ে দাও এই শিকল
যাব আমি নতুন মিছিলে...
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে...
ভেঙে ফেল...
এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
Lyrics Provided By @SShanto33
Lyrics powered by www.musixmatch.com