Se Amar Chelebela Songtext
von Shreya Ghoshal
Se Amar Chelebela Songtext
মনে পরে বারে বারে,
বারে বারে মনে পরে
ছোট্ট সেই দিনের
ছোট্ট সেই হাসি খেলা
সে আমার ছেলেবেলা
সে আমার ছেলেবেলা
মনে পরে বারে বারে,
বারে বারে মনে পরে
ছোট্ট সেই দিনের
ছোট্ট হাসি খেলা
সে আমার ছেলেবেলা
সে আমার ছেলেবেলা
জানি সেই দিন ফিরে ফিরে
মনে পরে ঘুরেফিরে
সেই দিনের ই যত সবুজ
মনে সাড়া দিচ্ছে ধিরে,
জানি সেই দিন ফিরে ফিরে
মনে পরে ঘুরেফিরে
সেই দিনের ই যত সবুজ
মনে সাড়া দিচ্ছে ধিরে
এ ব্যাস্ততা এ যন্ত্রণা
ভাল লাগেনা ধুলো খেলা,
মনে পরে বারে বারে,
বারে বারে মনে পরে
ছোট্ট সেই দিনের
ছোট্ট হাসি খেলা
সে আমার ছেলেবেলা
সে আমার ছেলেবেলা
শুধু শুধু কত হাসি
অকারণে বান ভাসি
আমি আবির বেড়া জালে
বরে সুখে ই ভালোবাসি,
শুধু শুধু কত হাসি
অকারণে বান ভাসি
আমি আবির বেড়া জালে
বরে সুখে ই ভালোবাসি
আজ মন কাদে
পিছু টান কাদে
এ জীবনের পক্ষে চলা,
মনে পরে বারে বারে,
বারে বারে মনে পরে
ছোট্ট সেই দিনের,
ছোট্ট হাসি খেলা
সে আমার ছেলেবেলা,
সে আমার ছেলেবেলা
বারে বারে মনে পরে
ছোট্ট সেই দিনের
ছোট্ট সেই হাসি খেলা
সে আমার ছেলেবেলা
সে আমার ছেলেবেলা
মনে পরে বারে বারে,
বারে বারে মনে পরে
ছোট্ট সেই দিনের
ছোট্ট হাসি খেলা
সে আমার ছেলেবেলা
সে আমার ছেলেবেলা
জানি সেই দিন ফিরে ফিরে
মনে পরে ঘুরেফিরে
সেই দিনের ই যত সবুজ
মনে সাড়া দিচ্ছে ধিরে,
জানি সেই দিন ফিরে ফিরে
মনে পরে ঘুরেফিরে
সেই দিনের ই যত সবুজ
মনে সাড়া দিচ্ছে ধিরে
এ ব্যাস্ততা এ যন্ত্রণা
ভাল লাগেনা ধুলো খেলা,
মনে পরে বারে বারে,
বারে বারে মনে পরে
ছোট্ট সেই দিনের
ছোট্ট হাসি খেলা
সে আমার ছেলেবেলা
সে আমার ছেলেবেলা
শুধু শুধু কত হাসি
অকারণে বান ভাসি
আমি আবির বেড়া জালে
বরে সুখে ই ভালোবাসি,
শুধু শুধু কত হাসি
অকারণে বান ভাসি
আমি আবির বেড়া জালে
বরে সুখে ই ভালোবাসি
আজ মন কাদে
পিছু টান কাদে
এ জীবনের পক্ষে চলা,
মনে পরে বারে বারে,
বারে বারে মনে পরে
ছোট্ট সেই দিনের,
ছোট্ট হাসি খেলা
সে আমার ছেলেবেলা,
সে আমার ছেলেবেলা
Writer(s): Rupankar Bagchi Lyrics powered by www.musixmatch.com