Biday Bolechi Bondhu Songtext
von Hridoy Khan
Biday Bolechi Bondhu Songtext
লুকিয়ে রেখে
যত না বলা কথা মনের আড়ালে
জমিয়ে রেখে
যত কষ্ট আছে চোখের জলে
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
আমিও এমন করে হারিয়ে যাবো
তীর হারা ঢেউয়ের মতো
একাকী বলে যাবো নিজের কথা
শুন্য নদীর মতো
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
আমিও এমন করে লুকিয়ে রবো
মেঘ ঢাকা চাঁদের মতো
নীরবে সয়ে যাবো কষ্ট যত
আহত পাখির মতো
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
লুকিয়ে রেখে
যত না বলা কথা মনের আড়ালে
জমিয়ে রেখে
যত কষ্ট আছে চোখের জলে
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
বিদায় বলেছি বন্ধু
বিদায় বলেছি বন্ধু
কেউ জেতে কেউ তো হারে
যত না বলা কথা মনের আড়ালে
জমিয়ে রেখে
যত কষ্ট আছে চোখের জলে
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
আমিও এমন করে হারিয়ে যাবো
তীর হারা ঢেউয়ের মতো
একাকী বলে যাবো নিজের কথা
শুন্য নদীর মতো
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
আমিও এমন করে লুকিয়ে রবো
মেঘ ঢাকা চাঁদের মতো
নীরবে সয়ে যাবো কষ্ট যত
আহত পাখির মতো
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
লুকিয়ে রেখে
যত না বলা কথা মনের আড়ালে
জমিয়ে রেখে
যত কষ্ট আছে চোখের জলে
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কী পারে?
কেউ জেতে কেউ তো হারে
বিদায় বলেছি বন্ধু
বিদায় বলেছি বন্ধু
কেউ জেতে কেউ তো হারে
Writer(s): Hridoy Khan, Ahmed Razeeb Lyrics powered by www.musixmatch.com