O Bak Bak Bakam Bakam Payra Songtext
von Geetashree Sandhya Mukherjee
O Bak Bak Bakam Bakam Payra Songtext
ও বক বক বক বকুম বকুম পায়রা
তোদের রকম-সকম দেখে
মুখ টিপে যে হাসছে
ভোরের আকাশটা দূর থেকে, দূর থেকে
ও বক বক বক বকুম বকুম পায়রা
খোলা হাওয়ায় ঐ যে আলোর ঝর্ণা ঝরানো
রং-বেরং এর নতুন খুশির মাতন ছড়ানো
মাতন ছড়ানো
শুনিস নাকি মিষ্টি সুরে বলছে ওরা ডেকে
শুনিস নাকি মিষ্টি সুরে বলছে ওরা ডেকে
পাখনা মেলে আয়না চলে, বাঁধন ফেলে রেখে
ও বক বক বক বকুম বকুম পায়রা
ও লোটন লোটন পায়রা তোরা ঝোটন বেঁধে নে
হারিয়ে যাওয়ার সুরে প্রাণের বাঁশি সেধে নে
একটু আরাম একটু সুখের মিথ্যে আশাতে
যেচে কেন বন্দী থাকিস ছোট্ট বাসাতে
ছোট্ট বাসাতে
যা চলে যা অবাধ ডানায় স্বপ্ন চোখে এঁকে
যা চলে যা অবাধ ডানায় স্বপ্ন চোখে এঁকে
অথই নীলে নতুন দিনের সোনালী রোদ মেখে
ও বক বক বক বকুম বকুম পায়রা
তোদের রকম-সকম দেখে
মুখ টিপে যে হাসছে
ভোরের আকাশটা দূর থেকে, দূর থেকে
ও বক বক বক বকুম বকুম পায়রা
তোদের রকম-সকম দেখে
মুখ টিপে যে হাসছে
ভোরের আকাশটা দূর থেকে, দূর থেকে
ও বক বক বক বকুম বকুম পায়রা
খোলা হাওয়ায় ঐ যে আলোর ঝর্ণা ঝরানো
রং-বেরং এর নতুন খুশির মাতন ছড়ানো
মাতন ছড়ানো
শুনিস নাকি মিষ্টি সুরে বলছে ওরা ডেকে
শুনিস নাকি মিষ্টি সুরে বলছে ওরা ডেকে
পাখনা মেলে আয়না চলে, বাঁধন ফেলে রেখে
ও বক বক বক বকুম বকুম পায়রা
ও লোটন লোটন পায়রা তোরা ঝোটন বেঁধে নে
হারিয়ে যাওয়ার সুরে প্রাণের বাঁশি সেধে নে
একটু আরাম একটু সুখের মিথ্যে আশাতে
যেচে কেন বন্দী থাকিস ছোট্ট বাসাতে
ছোট্ট বাসাতে
যা চলে যা অবাধ ডানায় স্বপ্ন চোখে এঁকে
যা চলে যা অবাধ ডানায় স্বপ্ন চোখে এঁকে
অথই নীলে নতুন দিনের সোনালী রোদ মেখে
ও বক বক বক বকুম বকুম পায়রা
তোদের রকম-সকম দেখে
মুখ টিপে যে হাসছে
ভোরের আকাশটা দূর থেকে, দূর থেকে
ও বক বক বক বকুম বকুম পায়রা
Writer(s): Manabendra Mukherjee, Shyamal Gupta Lyrics powered by www.musixmatch.com