Ghum Ghum Chand Jhikimiki Tara Songtext
von Geetashree Sandhya Mukherjee
Ghum Ghum Chand Jhikimiki Tara Songtext
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
এই চাঁদের অথিতিরে বরন করি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার
সেই মধুর হাসিতে হৃদয় ভরি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুলঋতু আজ এলো বুঝি, মোর জীবনে ফুল ছায়
কোথায় সে কত দূরে, জানি না ভেসে যাই
মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
আজ তাই কি জীবনে বাসর গড়ি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
আসেনি তো বুঝি আর জীবনে আমার
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
এই চাঁদের অথিতিরে বরন করি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার
সেই মধুর হাসিতে হৃদয় ভরি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুলঋতু আজ এলো বুঝি, মোর জীবনে ফুল ছায়
কোথায় সে কত দূরে, জানি না ভেসে যাই
মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
আজ তাই কি জীবনে বাসর গড়ি
এই চাঁদের অথিতিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার
Writer(s): Robin Chatterjee, Gouri Prasanna Majumdar Lyrics powered by www.musixmatch.com