Shomoy Gele, Shadhon Hobe Na Songtext
von Farida Parveen
Shomoy Gele, Shadhon Hobe Na Songtext
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দিনের সাধন
কেন জানলে না, তুমি?
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে-বিলে
থাকে না মীন জল শুকালে
জানো না মন খালে-বিলে
থাকে না মীন জল শুকালে
কী হবে আর বাঁধাল দিলে?
মোহনা শুকনা থাকে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদিও হয় বীজের জোরে
ফল ধরে না তাতে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্ণিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়
অমাবস্যায় পূর্ণিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়
লালন বলে
তাহার সময় দণ্ড রয় না তাতে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দিনের সাধন
কেন জানলে না, তুমি?
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে-বিলে
থাকে না মীন জল শুকালে
জানো না মন খালে-বিলে
থাকে না মীন জল শুকালে
কী হবে আর বাঁধাল দিলে?
মোহনা শুকনা থাকে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদিও হয় বীজের জোরে
ফল ধরে না তাতে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্ণিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়
অমাবস্যায় পূর্ণিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়
লালন বলে
তাহার সময় দণ্ড রয় না তাতে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
Writer(s): Lalon Shah, Traditional Lyrics powered by www.musixmatch.com