Kona Songtext
von Bubbi Morthens
Kona Songtext
লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়
আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়
তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়
জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়
চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে
আদর কইরা মুইছা দিতাম গালে
ঘাটে আইসা পাশে বইসা জড়াইতে এই বুকে
ভুলব আমি এই কথা কেমনে
চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে
আদর কইরা মুইছা দিতাম গালে
ঘাটে আইসা পাশে বইসা জড়াইতে এই বুকে
ভুলব আমি এই কথা কেমনে
তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা
ভালো ক্যান বাসিলা আমারে
তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা
ভালো ক্যান বাসিলা আমারে
চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া
শেষ দেখাও দিলা না আমারে
ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি
পাইবা শুধু আমায় স্বপনে
চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া
শেষ দেখাও দিলা না আমারে
ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি
পাইবা শুধু আমায় স্বপনে
তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা
আমারে
তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা
আমারে
লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়
আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়
তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়
জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়
আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়
তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়
জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়
চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে
আদর কইরা মুইছা দিতাম গালে
ঘাটে আইসা পাশে বইসা জড়াইতে এই বুকে
ভুলব আমি এই কথা কেমনে
চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে
আদর কইরা মুইছা দিতাম গালে
ঘাটে আইসা পাশে বইসা জড়াইতে এই বুকে
ভুলব আমি এই কথা কেমনে
তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা
ভালো ক্যান বাসিলা আমারে
তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা
ভালো ক্যান বাসিলা আমারে
চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া
শেষ দেখাও দিলা না আমারে
ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি
পাইবা শুধু আমায় স্বপনে
চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া
শেষ দেখাও দিলা না আমারে
ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি
পাইবা শুধু আমায় স্বপনে
তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা
আমারে
তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা
আমারে
লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়
আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়
তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়
জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়
Writer(s): Bubbi Morthens, J.j. Cale Lyrics powered by www.musixmatch.com