E Kamon Ranga Jadu Songtext
von Bhupen Hazarika
E Kamon Ranga Jadu Songtext
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ
ভালবাসা পোড়ায় যেমন
ভালবাসা পোড়ায় যেমন
পোড়ে না তো অঙ্গ
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ
পীড়িতির রীতি এমন
দূরে গেলে কাঁদে যে মন
দুচোখের কূল ছাপানো।
দুচোখের কূল ছাপানো।
ব্যাথারই তরঙ্গ
ভালবাসা পোড়ায় যেমন
ভালবাসা পোড়ায় যেমন
পোড়ে না তো অঙ্গ
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ
চুপি চুপি আসা যাওয়া
তারই নাম ফাগুন হাওয়া।
চুপি চুপি আসা যাওয়া
তারই নাম ফাগুন হাওয়া।
ফাগুনেরও আগুনে হায়
পোড়ে প্রেমের পতঙ্গ
পোড়ে প্রেমের পতঙ্গ
সোহাগের রীতি এমন
আছে এলে কী জ্বালাতন
দিবানিশি মন ভোলানো
দিবানিশি মন ভোলানো
কথার প্রসঙ্গ।।
ভালবাসা পোড়ায় যেমন
ভালবাসা পোড়ায় যেমন
পোড়ে না তো অঙ্গ
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ।
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ।
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ
ভালবাসা পোড়ায় যেমন
ভালবাসা পোড়ায় যেমন
পোড়ে না তো অঙ্গ
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ
পীড়িতির রীতি এমন
দূরে গেলে কাঁদে যে মন
দুচোখের কূল ছাপানো।
দুচোখের কূল ছাপানো।
ব্যাথারই তরঙ্গ
ভালবাসা পোড়ায় যেমন
ভালবাসা পোড়ায় যেমন
পোড়ে না তো অঙ্গ
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ
চুপি চুপি আসা যাওয়া
তারই নাম ফাগুন হাওয়া।
চুপি চুপি আসা যাওয়া
তারই নাম ফাগুন হাওয়া।
ফাগুনেরও আগুনে হায়
পোড়ে প্রেমের পতঙ্গ
পোড়ে প্রেমের পতঙ্গ
সোহাগের রীতি এমন
আছে এলে কী জ্বালাতন
দিবানিশি মন ভোলানো
দিবানিশি মন ভোলানো
কথার প্রসঙ্গ।।
ভালবাসা পোড়ায় যেমন
ভালবাসা পোড়ায় যেমন
পোড়ে না তো অঙ্গ
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ।
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ।
Writer(s): Bhupen Hazarika, Shibdas Banerjee Lyrics powered by www.musixmatch.com