Eden Songtext
von Arekta Rock Band
Eden Songtext
কখনও কি ভেবেছ বৃষ্টিস্নাত পরিকল্পনায়?
আল্পনায় পথ দেখায় স্বর্গীয় কোলাহলে
কল্পনায় রচনার অনাক্ষরিক অনুবাদ
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
মহাকাশের প্রাচীর ভেঙ্গে
তারার দেশে হেলায় হারাই
পাহাড়ের পাড়ে হাত বাড়ালে অতল গভীরতা
আল্পনায় পথ দেখায় স্বর্গীয় কোলাহলে
কল্পনায় রচনার অনাক্ষরিক অনুবাদ
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
আল্পনায় পথ দেখায় স্বর্গীয় কোলাহলে
কল্পনায় রচনার অনাক্ষরিক অনুবাদ
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
মহাকাশের প্রাচীর ভেঙ্গে
তারার দেশে হেলায় হারাই
পাহাড়ের পাড়ে হাত বাড়ালে অতল গভীরতা
আল্পনায় পথ দেখায় স্বর্গীয় কোলাহলে
কল্পনায় রচনার অনাক্ষরিক অনুবাদ
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
দেখ, কী পেয়েছ?
তা তুমি কেড়ে নাও এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও এ আলোয়
Writer(s): Arjo Biswas, Ifaz Abrar Reza, Raihan Mahbub Rasha, Riasat Azmi, Sakib Manzur Lyrics powered by www.musixmatch.com