Songtexte.com Drucklogo

Moyna Amar Songtext
von Andrew Kishore

Moyna Amar Songtext

ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া
হায় রে, ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া
ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া
বুক ফাটিয়া যায় রে আমার
হায় রে, বুক ফাটিয়া যায় রে আমার কান্দিয়া কান্দিয়া রে
ওরে, ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া
ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া

রঙিন আলোর বাতি দিয়া সাজাইছে ঘর-বাড়ি
তাই দেখিয়া যায় ভাঙিয়া অন্তরটা আমারই রে, অন্তরটা আমারই
রঙিন আলোর বাতি দিয়া সাজাইছে ঘর-বাড়ি
তাই দেখিয়া যায় ভাঙিয়া অন্তরটা আমারই রে, অন্তরটা আমারই
তারে ছাড়া জীবন আমার
হায় রে, তারে ছাড়া জীবন আমার বাঁচবে কী করিয়া রে?

ওরে, ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া
ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া


তিন কবুলে বউ সাজিয়া যাবে পরের ঘরে
যার সাথে তার নাই পরিচয়, তারে আপন করে রে, তারে আপন করে
তিন কবুলে বউ সাজিয়া যাবে পরের ঘরে
যার সাথে তার নাই পরিচয়, তারে আপন করে রে, তারে আপন করে
ভালোবাসার কবর দিলো
আমার ভালোবাসার কবর দিলো কাফনে মুড়িয়া রে

হায় রে, ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া
ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া

চোখের জলে বুক ভিজে যায় ভাবি যতবার
আজ থেকে আর তারে দেখার নাই রে অধিকার, আমার নাই রে অধিকার
চোখের জলে বুক ভিজে যায় ভাবি যতবার
আজ থেকে আর তারে দেখার নাই রে অধিকার, আমার নাই রে অধিকার
ভাগ্যে যখন নাই রে লেখা
ভাগ্যে যখন নাই রে লেখা, কী হবে দোষ দিয়া রে?

ওরে, ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া
ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া
বুক ফাটিয়া যায় রে আমার
হায় রে, বুক ফাটিয়া যায় রে আমার কান্দিয়া কান্দিয়া রে
ওরে, ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া
ময়না আমার যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song ist nicht von Robbie Williams?

Fans

»Moyna Amar« gefällt bisher niemandem.