Amar Bela Je Jaay Songtext
von Alka Yagnik
Amar Bela Je Jaay Songtext
আমার বেলা যে যায়
সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
তোমরা সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
এ তার বাধাঁ কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয় পারাবারে
রাগরাগিণীর জাল ফেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
তোমরা সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
এ তার বাধাঁ কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয় পারাবারে
রাগরাগিণীর জাল ফেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে
সুর মেলাতে
আমার বেলা যে যায়
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com