Jodi Akash Hoto Ankhi Songtext
von Aarti Mukherjee
Jodi Akash Hoto Ankhi Songtext
যদি আকাশ হতো আঁখি
তুমি হতে রাতের পাখি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
যদি আকাশ হতো আঁখি
তুমি হতে রাতের পাখি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
সন্ধানে সন্ধানে যায় বয়ে বেলা
আমাকে কাঁদিয়ে কেন এ খেলা?
সন্ধানে সন্ধানে যায় বয়ে বেলা
আমাকে কাঁদিয়ে কেন এ খেলা?
আমি যে আঁধারে নিজেকে ঢাকি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
আমি দূরকে কাছে পাব বলে
আকাশ হয়েছি
দিন চলে যায়, রাত নিভে যায়
কত যে ব্যথা সয়েছি
অন্তরে অন্তরে এই ভালো লাগা
ছিন্ন মেঘে যেন শেষ তারা জাগা
অন্তরে অন্তরে এই ভালো লাগা
ছিন্ন মেঘে যেন শেষ তারা জাগা
সে আলো জ্বালিয়ে ছায়াতে থাকি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
যদি আকাশ হতো আঁখি
তুমি হতে রাতের পাখি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
তুমি হতে রাতের পাখি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
যদি আকাশ হতো আঁখি
তুমি হতে রাতের পাখি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
সন্ধানে সন্ধানে যায় বয়ে বেলা
আমাকে কাঁদিয়ে কেন এ খেলা?
সন্ধানে সন্ধানে যায় বয়ে বেলা
আমাকে কাঁদিয়ে কেন এ খেলা?
আমি যে আঁধারে নিজেকে ঢাকি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
আমি দূরকে কাছে পাব বলে
আকাশ হয়েছি
দিন চলে যায়, রাত নিভে যায়
কত যে ব্যথা সয়েছি
অন্তরে অন্তরে এই ভালো লাগা
ছিন্ন মেঘে যেন শেষ তারা জাগা
অন্তরে অন্তরে এই ভালো লাগা
ছিন্ন মেঘে যেন শেষ তারা জাগা
সে আলো জ্বালিয়ে ছায়াতে থাকি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
যদি আকাশ হতো আঁখি
তুমি হতে রাতের পাখি
উড়ে যেতে যেতে আবার কোথাও
দেখা হতো না-কি?
Writer(s): Sudhin Dasgupta, Pulak Banerjee Lyrics powered by www.musixmatch.com