Tumi Sandhyaro Meghomala Songtext
von Srikanto Acharya
Tumi Sandhyaro Meghomala Songtext
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
মম শূন্য গগন বিহারী
আমি আপন মনের মাধুরী
মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীম গগন বিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
INSTRUMENTAL
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
অয়ি সন্ধ্যা-স্বপন বিহারী
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখ-দুঃখ ভাঙিয়া
তুমি আমারি, তুমি আমারি
মম বিজন জীবন বিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
INSTRUMENTAL
মম মোহের স্বপন-অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ি মুগ্ধ-নয়ন বিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি, তুমি আমারি
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
মম শূন্য গগন বিহারী
আমি আপন মনের মাধুরী
মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীম গগন বিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
তুমি আমার সাধের সাধনা
মম শূন্য গগন বিহারী
আমি আপন মনের মাধুরী
মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীম গগন বিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
INSTRUMENTAL
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
অয়ি সন্ধ্যা-স্বপন বিহারী
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখ-দুঃখ ভাঙিয়া
তুমি আমারি, তুমি আমারি
মম বিজন জীবন বিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
INSTRUMENTAL
মম মোহের স্বপন-অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ি মুগ্ধ-নয়ন বিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি, তুমি আমারি
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
মম শূন্য গগন বিহারী
আমি আপন মনের মাধুরী
মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীম গগন বিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com