Sudhu Tomar Bani Nay Go Songtext
von Srikanto Acharya
Sudhu Tomar Bani Nay Go Songtext
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
সারাপথের ক্লান্তি আমার, সারাদিনের তৃষা
কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়
বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়
বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়
হাতখানি ঐ বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে
ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে
একলা পথের চলা আমার করবো রমণীয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
সারাপথের ক্লান্তি আমার, সারাদিনের তৃষা
কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়
বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়
বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়
হাতখানি ঐ বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে
ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে
একলা পথের চলা আমার করবো রমণীয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com