Songtexte.com Drucklogo

Oi Malatilata Dole Songtext
von Srikanto Acharya

Oi Malatilata Dole Songtext

ঐ মালতীলতা দোলে, দোলে
পিয়াল তরুর কোলে
ঐ মালতীলতা দোলে
পুব-হাওয়াতে
মালতীলতা দোলে
মোর হৃদয়ে লাগে দোলা
ফিরি আপনো ভোলা
মোর ভাবনা কোথায় হারা
মেঘের মতন যায় চলে
ঐ মালতীলতা দোলে, দোলে
পিয়াল তরুর কোলে
ঐ মালতীলতা দোলে


জানি নে কোথায় জাগো
ওগো বন্ধু, পরবাসী
কোন্ নিভৃত বাতায়নে
জানি নে কোথায় জাগো
ওগো বন্ধু, পরবাসী
কোন্ নিভৃত বাতায়নে
সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন্ বিরহিণীর বাণী
তোমারে কী যায় ব′লে
ঐ মালতীলতা দোলে, দোলে
পিয়ালতরুর কোলে
ঐ মালতী লতা দোলে
পুব-হাওয়াতে
মালতীলতা দোলে

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Srikanto Acharya

Fans

»Oi Malatilata Dole« gefällt bisher niemandem.