Hey Mor Debota Songtext
von Srikanto Acharya
Hey Mor Debota Songtext
হে মোর দেবতা, হে মোর দেবতা
ভরিয়া এ দেহ প্রাণ
কী অমৃত তুমি চাহ করিবারে পান
হে মোর দেবতা, হে মোর দেবতা
আমার নয়নে তোমার বিশ্বছবি
দেখিয়া লইতে সাধ যায় তব কবি
আমার নয়নে তোমার বিশ্বছবি
দেখিয়া লইতে সাধ যায় তব কবি
আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি
শুনিয়া লইতে চাহ আপনার গান
হে মোর দেবতা, হে মোর দেবতা
আমার চিত্তে তোমার সৃষ্টিখানি
রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী
আমার চিত্তে তোমার সৃষ্টিখানি
রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী
তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি
জাগায়ে তুলিছে আমার সকল গীতি
তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি
জাগায়ে তুলিছে আমার সকল গীতি
আপনারে তুমি দেখিছ মধুর রসে
আমার মাঝারে নিজেরে করিয়া দান
হে মোর দেবতা, হে মোর দেবতা
ভরিয়া এ দেহ প্রাণ
কী অমৃত তুমি চাহ করিবারে পান
হে মোর দেবতা, হে মোর দেবতা
ভরিয়া এ দেহ প্রাণ
কী অমৃত তুমি চাহ করিবারে পান
হে মোর দেবতা, হে মোর দেবতা
আমার নয়নে তোমার বিশ্বছবি
দেখিয়া লইতে সাধ যায় তব কবি
আমার নয়নে তোমার বিশ্বছবি
দেখিয়া লইতে সাধ যায় তব কবি
আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি
শুনিয়া লইতে চাহ আপনার গান
হে মোর দেবতা, হে মোর দেবতা
আমার চিত্তে তোমার সৃষ্টিখানি
রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী
আমার চিত্তে তোমার সৃষ্টিখানি
রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী
তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি
জাগায়ে তুলিছে আমার সকল গীতি
তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি
জাগায়ে তুলিছে আমার সকল গীতি
আপনারে তুমি দেখিছ মধুর রসে
আমার মাঝারে নিজেরে করিয়া দান
হে মোর দেবতা, হে মোর দেবতা
ভরিয়া এ দেহ প্রাণ
কী অমৃত তুমি চাহ করিবারে পান
হে মোর দেবতা, হে মোর দেবতা
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com