Bajilo, Kahar Bina Songtext
von Srikanto Acharya
Bajilo, Kahar Bina Songtext
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা...
আমার নিভৃত নব জীবন ′পরে
বাজিল কাহার বীণা...
প্রভাত কমলসম ফুটিল হৃদয় মম
প্রভাত কমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে
বাজিল কাহার বীণা...
জেগে উঠে সব শোভা, সব মাধুরী
পলকে পলকে হিয়া পুলকে পূরি
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ
পরানের আবরণ মোচন করে
বাজিল কাহার বীণা...
লাগে বুকে সুখে দুখে, কত যে ব্যথা
কেমনে বুঝায়ে কব, না জানি কথা
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি
কাঁপে নদী বনরাজি বেদনাভরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা...
আমার নিভৃত নব জীবন 'পরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা...
বাজিল কাহার বীণা...
আমার নিভৃত নব জীবন ′পরে
বাজিল কাহার বীণা...
প্রভাত কমলসম ফুটিল হৃদয় মম
প্রভাত কমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে
বাজিল কাহার বীণা...
জেগে উঠে সব শোভা, সব মাধুরী
পলকে পলকে হিয়া পুলকে পূরি
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ
পরানের আবরণ মোচন করে
বাজিল কাহার বীণা...
লাগে বুকে সুখে দুখে, কত যে ব্যথা
কেমনে বুঝায়ে কব, না জানি কথা
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি
কাঁপে নদী বনরাজি বেদনাভরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা...
আমার নিভৃত নব জীবন 'পরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা...
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com